ফুল ঝুরি আনন্দ মজুমদার Poem by Ananda Majumder

ফুল ঝুরি আনন্দ মজুমদার

ফুল ঝুরি, , ,
আনন্দ মজুমদার

যতনে রতন মিলে,
অযতনে জুটে ছাই।
সত্যটা মেনে নিলে,
হতাশার কিছু নাই।

ইচ্ছা উপায় করে,
অনিচ্ছা টানে পিছে।
উৎসাহ ভাংলে পড়ে,
স্বপ্নটা হয় মিছে।

সময়ে সাধন ফলে,
অসময়ে বৃথা যায়
কখনো একটি ভুলে,
শত বেড়ি লাগে পায়।

শিক্ষা জীবনের আলো,
অশিক্ষায় দুর্গতি।
বুঝলে নিজের ভালো,
না বুঝলে কার ক্ষতি।

সাবধানে নিরপত্তা আনে,
অসাবধানে ফল বিপরীত।
এ কথা সবাই মানে,
বিপদ হইলে অতীত।

দৈর্য্য জ্ঞানির গুন,
অধৈর্য্যে বোকা রাম,
ক্রোধে যে হয় খুন,
অযথায় ঝড়ে ঘাম।

কর্ম ছোটও ভালো,
অকর্ম বড় দোষ।
কর্ম চির অনিন্দ,
কেন বুঝেনা মানুষ।

POET'S NOTES ABOUT THE POEM
Ananda Majumder
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success