আত্মা সমাচার / Atta Somachar Poem by Rhymer Rhymer

আত্মা সমাচার / Atta Somachar

কুলির রুহু মিন আম্রি রাব্বি
রুহ আমার প্রতিপালকের আদেশ/বনি ইস্রাইল ৮৫
উমা উতি'তুম মিনাল ইল্মি ইল্লা কালিলা
এবং এ সম্পর্কে তোমাদের সামান্য জ্ঞান ই দেয়া হয়েছে/ বনি ইস্রাইল ৩৬
ওয়ালা তাকফুমা লাইসা লাকা বিহি ইল্মু
যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই তার অনুসরণ করনা
সৃষ্টি জগত কত বিশাল
তার কুল কিনারা নাই
তার অনেক আলো আমরা দেখি না
তার অনেক শব্দ আমরা শুনি না
আত্মা এমন কিছু যা ব্যাখ্যা করা যায় না
মৌল দিয়ে যদি তামাম জগত সৃষ্টি হয়
আত্তা তা থেকে আলাদা
এটা একটা শক্তি যা তামাম জগত ধারন করে আছে
যে শক্তি বিভিন্ন ভাবে সকল সৃষ্ট পদার্থে সক্রিয়
"আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর এবং আল্লাহ সব কিছু কে
পরিবেষ্টন করে আছেন " নিসা /১২৬
সুতরাং রুহ আল্লাহ স্বয়ং আর এর প্রকাশ তাঁর সকল সৃষ্টি
ভিন্ন ভিন্ন সব কিছু একই শক্তির প্রকাশ মাত্র
কুন হচ্ছে তার আদেশ যা অবিভাজ্য রুপে বিরাজমান
ভিন্নতা এক টা ইলুঝন যা বহু বর্ণের কাঁচের দেয়ালের মতো
ওপাড়ের দেয়াল এপার থেকে সার্চ লাইটে ভিন্ন ভিন্ন দেখা যাবে
অন্তর চক্ষু যাদের খোলা তারাই দেখতে পায় পরম আত্তার বিভাময় রুপ
জামাল দর্শন হয় কামালদের
আত্তা অবিনশ্বর
এটা দ্বিতীয় জন্ম ও নিতে পারে
হাজ্রত বাহা উদ্দিন নক্সবন্দি এর উদাহরণ
তিনি আব্দুল কাদির জিলানির আত্তার
বড় পীর নিজেই বলেছেন তিনি আবার আসবেন
প্রমান দিয়েছেন যে
তাঁর নাম হবে বাহা উদ্দিন আর পীঠে থাকবে তাঁর হাতের ছাপ
তরিকাতের ইমাম বাহা উদ্দিন নক্সবন্দির পীঠে সে ছাপ ছিল


(বই দেখুন /ধর্ম দরশন, সংলাপ সমগ্র /কথোপকথন হজ্রত সৈয়দ রশিদ আহমেদ জৈনপুরী রহঃ, দ্বিতীয় সংস্করণ ২০১৫, স ব ফাউদেশন, ৯৪ নিউ ইস্কাটন ঢাকা ১০০০))

Sunday, October 14, 2018
Topic(s) of this poem: soul
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success