হৈমবতী (Bangla Love Poem) Poem by Mashiur Rahman

হৈমবতী (Bangla Love Poem)

Rating: 5.0

(উৎসর্গ কবি গুরু রবি ঠাকুরকে)

হৈমবতী পুণ্য তব মন
পাইয়া ধন্য মোর জীবন
অশরীরী পরশে কণ্টক বৃক্ষে
জন্মাইল পুণ্য ফুল শাঁখে শাঁখে
চলিয়া গেল অসুর মতি
ফিরিয়া পাইলাম সৎ গতি।

অথচ তুমি আজি অনেক দুরে
চলিয়া এসো মোর ভগ্ন কুটিরে
উপবিষ্ট হইয়া স্বপ্ন রথে
শিশির সিক্ত প্রসন্নসলিলা প্রভাতে
কুন্দ বাগানে হাটিবো পাশাপাশি
তুলিবো ফুল রাশি রাশি
দেবো প্রেম পূজার অঞ্জলি তব পায়ে
পৃথিবী দেখিবে অবাক ভরা বিস্ময়ে।

কুরঙ্গিণী পাইলামনা তব খুঁজে
মনের মাঝে বিরহ সুর বাজে,
রুপালী আলোয় ভরা পূর্ণিমার রাতে
একান্ত মধুর সঙ্গে, কাছাকাছি পাইতে।
ওগো এলোকেশিনী বসিয়া পাশাপাশি
দেখিবো নদীর জলে চন্দ্রকুমারীর হাসি,
মাঝে মাঝে তব খোলা কেশ থেকে
পবনের পিঠে চড়িয়া ঘ্রাণ বিঁধিবে নাকে।

ওগো বিভাসিত স্বপ্ন-নন্দিনী
তব বিনে জীবন অমারজনী
হাতরাইয়া মরি
এটা ছাড়িয়া ওটা ধরি
নিরর্থক যোগীর মতো
রক্ত পিচাসীনীরা করিতে চাহে ক্ষতবিক্ষত
তব কুঞ্জের নিগুঢ় কুণ্ডের জল
ফুটিয়া আছে নীলাভ কিঞ্জল কমল
সেথায় করিব পুণ্য স্নান
ক্ষতগুলি হইবে বিলীয়মান।
কমলেকাকামীনীর কমলাকরে
জোয়ার ভাটায় নানা বর্ণের ইরা ঝরে
সিক্ত হইব বলে তৃষিত প্রাণে
বসিয়া থাকি আরাধনার স্থানে
অধিগম্য অপেক্ষায় কমন্ডলু হাতে
অভিলাষিত ত্রি-রাতে।

মোর প্রণয়িনী
নির্ঘুম রজনী
তব ছাড়া অন্ধকারের ভিতর
নিমজ্জিত- কাটিতেছে মোর প্রহর
হেথা নাই কোন আশার আলো
চিৎকার করিতেছে দুঃখ গুলো
ভৃঙ্গারিকার মত
প্রতিক্ষণ- অবিরত।
কোন পরবাসে
থাকিলে বসে
তব ভাবিয়া মরিতেছি সারাক্ষণ
অস্থিরতায় মোর জীবন
হইল বন্দি আপনার গৃহে
বিরহী দুঃখ যাতনা সহে।

তব তরে মোর জগত প্রেমময়
কোন একদিন ডাকিবে নিশ্চয়
অন্ধকার রাতে
প্রদীপ হাতে
আমারে করিবে আহবান
তব গৃহের একান্ত মেহমান।

থাকিবে না অন্য কেহ
প্রেমের তরঙ্গ প্রবাহ
দুজনের চোখে যাবে বয়ে
থাকিব দুজন- দুজনাতে চেয়ে।

দিব্যাঙ্গনা থাকিও না আর দুরে
এসো এসো হৃদয়াঙ্গনে
চারপাশে পাখিদের গুঞ্জনে
ভরিয়া উঠুক বহুদিন পরে
সিক্ত পথে বাতাসের আদরে
যত বিরহ যাতনার ঘটুক অবসান
টুনটুনির মত নাচিয়া উঠুক প্রাণ।

তোমাকে নিয়ে যাইবো দুর গাঁয়ে
হলুদ প্রান্তরের মেঠো পথ দিয়ে
ভাপা পিঠা, দুধ-খেজুর রসে
মিষ্টি হালকা নরম রৌদ্রের বশে
অমৃত স্বর্গীয় আপ্যায়ন
সার্থক হইবে এ জীবন।

ফাগুন মাসে ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জনে
আর প্রকৃতির অপরূপ রূপের আগুনে
ভরিয়া উঠিয়াছে সবুজ তেপান্তর- চারপাশ
নৃত্য করিতেছে ফুরফুরে মাতাল বাতাস
কোকিলের সুরে সুরে উঠিতেছে জেগে
স্বপ্নগুলি মনোলোভা মনোহারী যোগে
ভালোবাসা ডানা-মেলে হায়-
খুঁজিতেছে স্বপ্নময়ী কোথায়? ? ?


-মশিউর রহমান
কাব্য গ্রন্থ 'শতরূপা'

Saturday, November 12, 2016
Topic(s) of this poem: love and art
POET'S NOTES ABOUT THE POEM
Theme of Love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Mashiur Rahman

Mashiur Rahman

Naogaon, Bangladesh
Close
Error Success