তবে চুম্বন হোক (Let's Kiss) Poem by Arun Maji

তবে চুম্বন হোক (Let's Kiss)

Rating: 5.0

তবে চুম্বন হোক।
পান খাওয়া গালে তোমার
এখনই চুম্বন হোক।

উড়ে যাক যত অচুম্বনের ধ্বজা
মহাকালের অনিশ্চয়তায়।
ছিঁড়ে যাক যত সংস্কার বাঁধন
উন্মাদের উন্মত্ত অবহেলায়।

ওরে কে আছিস
বাজা শঙ্খ বাজা করতালি।
সাজা ভবিষ্যৎ সাজা পুস্প থালি।

ওরে নতুন এসেছে।
নিয়ে আয় তোরা নিয়ে আয়
তুলসীপাতা বরণ ডালা
পঞ্চপল্লব পুস্প মালা।

ওরে শুন তোরা, দেখ তোরা।
আজ শঙ্খ বাজে আকাশে
সুগন্ধ ভাসে বাতাসে।
আজ মৎস্য কন্যা মৃন্ময়ী সাজে
মাতা ধরিত্রী কনের সাজে।

মৃত্যু ঘন্টা বেজেছে রে
মৃত্যু ঘন্টা বেজেছে।
যা কিছু কৃশ কঙ্কাল জঞ্জাল
তাদের মৃত্যু ঘন্টা বেজেছে।

খোঁড় রে কবর শক্ত হাতে
জ্বালা চিতা নির্মম চিত্তে।
জ্বালা গ্রন্থ জ্বালা বাণী
ধর্ম রূপে যা মৃত্যু বাণী।

আয় রে আয়, এখনই আয়।
মরণ সংস্কার কবর দেবো আমরা
তোরা এখনই আয়।

হতচ্ছাড়া জগাই
তুই না হয় গাঁজা টেনে আয়।
হতভাগা হারাধন
তুই না হয় হুঁকো টেনে আয়।
কলঙ্কিনী তিন্নি
তুই না হয় কলঙ্ক মেখে আয়।

আয় রে আয়, আমরা সবাই গাই।
আমরা দু হাত তুলে গাই, নেচে নেচে গাই,
হেসে হেসে গাই, কেঁদে কেঁদে গাই।
হরে কৃষ্ণ গাই, রাধে রাধে গাই
রাম্বা হো গাই, হাম্বা হাম্বা গাই।

সঙ্কোচ আমাদের নাই রে ভাই
সঙ্কোচ আমাদের নাই।
আমাদের শাসনে ভয় নাই
শোষণে ভয় নাই।
মরণে ভয় নাই। ফাঁসিতে ভয় নাই।

ওরে দেখ
আজ সবাই জেগেছে। সবই জেগেছে।
বিবেক জেগেছে। ভালোবাসা জেগেছে।
ত্যাগ জেগেছে। সাহস জেগেছে।

আমাদের হারানো চেতনা ফিরেছে
বুকে ভালোবাসা জেগেছে।
আমাদের আঁধার গেছে ঘুচে
কালিমা গেছে মুছে।

থেমেছে রে ভাই থেমেছে।
ঘোমটার নীচে ইতরবাজের
খ্যামটা নাচ থেমেছে।
ভেঙেছে রে ভাই ভেঙেছে।
অত্যাচারীর খড়্গ কৃপাণ
যৌবন জোরে ভেঙেছে।

আজ শাসকের নিদ্রা গেছে ঘুচে
শোষকের তন্দ্রা গেছে মুছে।

আজ বামুনের পৈতে গেছে খুলে
শূদ্রের হাঁড়ি গেছে ভেঙ্গে।

আজ মিথ্যুকের মুখোশ গেছে খুলে
শয়তানের হাসি গেছে থেমে।

আজ অলসের নিদ্রা গেছে ভেঙ্গে,
পিশাচের হিংসা গেছে থেমে।

আজ
তোদের ভালোবাসা জেগেছে স্বপ্নে।
প্রেম জেগেছে মরমে।
তোদের করুণা জেগেছে মনে
ক্ষমা জেগেছে গহনে।

আয় রে আয়
আমরা গলা ছেড়ে গাই।
ধর্ম সংস্কার মৃত্যু হাহাকার
এদের কবর খুঁড়বো আমরা
আমাদের মরণে ভয় নাই।

নতুন দিনের এই মহা ক্ষণে
আজ চুম্বন হোক ধরিত্রীধামে।

পেন্তীর মা
এখনই চুম্বন হোক তবে।
কাকাবাবু
এখনই চুম্বন হোক তবে।
কমললতা
এখনই চুম্বন হোক তবে।

"একটা কেন রে হতচ্ছাড়া, একটা কেন? "

তাই হোক পেন্তীর মা, তবে তাই হোক
অগ্রজের আদেশে আজ
অজস্র এলোপাথাড়ি চুম্বন হোক।

© অরুণ মাজী
Painting: Christiane Vleugels

তবে চুম্বন হোক (Let's Kiss)
Tuesday, April 24, 2018
Topic(s) of this poem: bangla,culture,kiss,poem,religion,renaissance,superstition
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success