আলো ও আঁধার (Light And Shadow) Poem by Arun Maji

আলো ও আঁধার (Light And Shadow)

Rating: 5.0

কিছু মানুষ অবাক করে
ভিখারী হয়েও রাজা।
কিছু মানুষ আহত করে
মানুষ নামের লজ্জা।

কিছু মানুষ অবাক করে
সূর্য সাধনায় ব্রত।
কিছু মানুষ আহত করে
নরক নেশায় মত্ত।

কিছু মানুষ অবাক করে
স্নিগ্ধ চাঁদের মত।
কিছু মানুষ আহত করে
হত্যা করে কত।

কিছু মানুষ অবাক করে
সুগন্ধী ফুলের মত।
কিছু মানুষ আহত করে
দুর্গন্ধ হৃদয়ে কত।

কিছু মানুষ অবাক করে
ভরসা মানুষের কত।
কিছু মানুষ আহত করে
হিংস্র হায়নার মত।

কিছু মানুষ অবাক করে
করুণা বুকে কত।
কিছু মানুষ আহত করে
শ্মশান ভূমির মত।

সবার বুকে হৃদের পিন্ড
স্পন্দন কত কত।
কারও ধ্বনি ঈশ্বর সম
কারও পশুর মত।

© অরুণ মাজী
Painting: Judith Leyster

আলো ও আঁধার (Light And Shadow)
Friday, April 20, 2018
Topic(s) of this poem: light,shadow,sin,virtue
COMMENTS OF THE POEM
Swapan Das 20 April 2018

সুন্দর ভাবনা ।অনবদ্য লিখেছেন।শুভেচ্ছা।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success