আড়চোখে দেখো কেন? (Malobika) Poem by Arun Maji

আড়চোখে দেখো কেন? (Malobika)

Rating: 5.0

আড়চোখে দেখো কেন?
সোজাসুজি পারো না?

এমনিতেই
তোমার আমার মাঝে
বিস্তর ব্যবধান।
সেখানে এক পৃথিবী মানুষ।
আর তাদের
এক নদী অবিশ্বাস। এক আকাশ হতাশা।
এক পাহাড় সংস্কার।এক পৃথিবী হিংসা।

ভেবেছো
সেগুলো কোন ব্যবধান নয়?
ব্যবধান যদি নয়
তো লুকিয়ে লুকিয়ে দেখা কেন?
আড়ালে আড়ালে ছোঁয়া কেন?

বাঁচতে আগ্রহী মানুষ
বাঁচতে গিয়ে
অজান্তে
মরে ভুত হয়ে যায়।

জীবনে সে সুখ চায়। আনন্দ চায়।
অথচ তা খুঁজতে গিয়ে
জীবিকার কাছে সে
জীবন বেচে দেয়।
সংস্কারের কাছে সে
চিন্তাশক্তি বেছে দেয়।
দৈহিক সুখের কাছে সে-
আত্মার উচ্ছ্বাস বেচে দেয়
কল্পনা বেচে দেয়।

তোমার আমার মাঝে
যে বিস্তর বাধা,
আর বাধা হেতু যে মর্ম যন্ত্রণা
সেও তো মনুষ্য বুদ্ধি জাত।

কে জানে
হয়তো মস্তিস্কহীনের
কোন যন্ত্রণা নেই।

হে নারী,
বুকে
এক আকাশ "না দেখার যন্ত্রণা" নিয়ে
আড়চোখে দেখো কেন?
বুকে সাহস ভরে,
সোজাসুজি পারো না?
কেবল চোখে চোখে ছোঁয়া কেন?
উন্মত্ত ঝঞ্ঝার মতো
বুকে ঝাঁপিয়ে পড়তে পারো না?

© অরুণ মাজী
Painting: Oviyar Maruthi

আড়চোখে দেখো কেন? (Malobika)
Thursday, July 5, 2018
Topic(s) of this poem: bangla,fear,love,shadow
COMMENTS OF THE POEM
????? 05 July 2018

বস, তুলনাহীন

0 0 Reply
Mahtab Bangalee 05 July 2018

Yeah If you love O dear Say and scream out to this world ONLY YOU CAN LOVE and I LOVE YOU ONLY awesome LOVE

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success