সকলে সূর্য নয় (Not Everyone Is Sun) Poem by Arun Maji

সকলে সূর্য নয় (Not Everyone Is Sun)

Rating: 5.0

সকলে সূর্য নয়
তবে কেউ কেউ সূর্য।

সূর্যের গাল টিপে
পেন্তীর মা কখনো বলে না
আহাঃ বড় মিষ্টি ছেলে তুই!
মুখপোড়া সূর্য তবুও
আপন তেজেই তেজস্বী।

কিন্তু আমি যে সূর্য নই পেন্তীর মা।
দাও না গো
গালটা একটু টিপে আমার।
পিঠ চাপড়ে একবার বলে দাও
আহাঃ কত সুন্দর ছেলে আমি!

এমনও তো হতে পারে,
তোমার পান খাওয়া গালের ভালোবাসায়
একদিন সত্যি সত্যিই
সুন্দর হবো আমি।

© অরুণ মাজী
Painting: Daniel Gerhertz

Thursday, May 17, 2018
Topic(s) of this poem: encouragement,inspiration,inspirational,kindness,love,support
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success