Of False Height Poem by Pranabkumar Chattopadhyay

Of False Height

Rating: 5.0

You look much much bigger!
In fact, some is fulfilled which is hope for
There is something in the shade of blue
A toy grasshopper came and said he would go to the space
Nobody from NASA told him anything
But the wishes are his
Flying in the air!
Let the letters pass through the space in the form of pain equivalent
If that honesty had been inside, the result would have been a shambles
Oh! Sky What do you say? Whose chest is so infatuated? Such a hammer!
What light it is in the lap of woman who gives dead children
Everything is almost destroyed, someone breaks
the cloudy lightened sky
Knees wade in the water, someone meditates in the background
But half naked he is close to King Janaka
Come and say the fury of illusion!
Raise your hand comrades,
Please give me two handfuls of food
Hey descendant of king Raghu, the sorcerer!

ছদ্ম উচ্চতার
অনেক, অনেক বড় দেখাচ্ছে তোমাকে!
আসলে যা চাওয়া হয়ে থাকে তার কিছু তো পূরণ হয়
কিছু থাকে নীলের আভাসে
খেলনা ফড়িং এক এসে বলেছিল সে মহাশূন্যে যাবে
নাসা থেকে কেউ কিছু জানায়নি তাকে
তবু ইচ্ছা গুলো তার
হাওয়ায় উড্ডীন!
অক্ষরের সমতুল ব্যথার আদলে শূন্যে পাড়ি দিতে দিতে
ভাবে সে সততা যদি থাকত ভিতরে তবে পরিণতি ছিল আস্তাকুঁড়
কী বল আকাশ? কার বুকে এত মোহ? এমন মুদ্গর!
মৃতবৎসা কোল ভরে এ কোন আলোক! বিশ্বাস বিধুর
সব কিছু ধ্বস্ত প্রায়, কেউ মেঘালোক ভেঙে আষাঢ় সমান
হাঁটু জল পাড়ি দেয়, কেউ ধ্যানমগ্ন অন্তরালে
তবু সে কৌপীনধারী জনকের কাছে
এসে বলে মায়ার প্রকোপ!

হাত তোল কমরেড, দু'মুঠো অন্ন দাও মায়াবী রাঘব ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success