The Mom Poem by Pranabkumar Chattopadhyay

The Mom

Rating: 5.0

The Mom
The text you just walked over,
some other looking around clearing mucus's from their noses
and some other clearing their internal shower effortlessly on it,
That's the picture of our holy mother, the sacred Varanasi for old age
Whomever you leave behind neglect! she is now in old age, but
broken with affection, the picture is shriveled
In the mirror of the body under the banyan tree his roots are scared!
You are in hurry, running to the airport to check in now
There is the face of the mother-in-law floating on the red wood, cedar leaves
Maple's young face floats half a foreign language
And in this tree, the worm caught on the branch of the Drumstick flower
A loving smile is only for you, even if you don't see it once
So wise your coat and trouser! O wise locust twilight
You just ran over the text you spit on
She kept you in his arms for so long and lit the light,
did you forget! ! !

মা
এইমাত্র যে লেখাটির উপর দিয়ে তোমরা হেঁটে গেলে,
কেউ কেউ নাক ঝাড়লে, কেউ বা তাকিয়ে এদিক ওদিক
অন্দরের ঝরনাধারা মুক্ত করে দিলে অনায়াসে,
সেটি আমাদের বাংলা মায়ের ছবি, বার্ধক্যের বারাণসী
যাকেই রেখেছ ফেলে অবহেলা ভরে! সে আজ বার্ধক্যশিশিরে
ধ্বস্ত স্নেহদুধভারে ক্লান্ত ছবি চুনখসা হাড়জিরজিরে
দেহের আয়নায় ন্যুব্জ অশ্বত্থ বটের নিচে, ত্রস্ত তাঁর শিকড়বাকড়ে!
তুমি তো এখন চেক ইন করবে বলে দৌড়ে যাচ্ছ বিমানবন্দরে
ওখানে যে রেড উড, সিডার পাতায় ভাসা শাশুড়িমায়ের মুখ
মেপলের কচি মুখে আধো আধো বোল ভাসে বিদেশিভাষার
আর এই হাড়জিরজিরে গাছে শুয়োঁ ধরা ডালে জাগা সজনেফুলের
স্নেহভরা হাসি শুধুই তোমার জন্য, একবার তাকিয়েও দেখলে না হে
এত প্রজ্ঞাবান তোমার কোট পাতলুন! ওহে জ্ঞানী পঙ্গপালবিকেলআলোক
এইমাত্র যে লেখাটির উপর দিয়ে থুতু ছিটিয়ে তুমি দৌড়ে গিয়েছ
সেই তো তোমাকে এত কাল কোলে রেখে আলো জ্বেলেছিল,
ভুলে গেলে! ! !

POET'S NOTES ABOUT THE POEM
Mom is a sacred word of all livings life. Mom, who never withdraw her affection to her child even they neglects her.
COMMENTS OF THE POEM

Hi Pranabji, Welcome to PoemHunter. Good poem. Fitting tribute to Mother. Fully agree with you. Top score

0 0 Reply

Many many thank Menon ji. I'm honored

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success