তোকে একটু ছুঁতে দিবি? (Toke Ektu Chhunte Dibi?) Poem by Arun Maji

তোকে একটু ছুঁতে দিবি? (Toke Ektu Chhunte Dibi?)

Rating: 5.0

গুড় তেঁতুলের চাটনি দেবো
তোকে একটু ছুঁতে দিবি?

সত্যি বলছি, তোকে
এত্তো এত্তো চাটনি দেবো।
সাথে,
ডাঁসা ডাঁসা পেয়ারা দেবো
খাসা খাসা আমও দেবো।
দিবি? ছুঁতে একটু দিবি?

তোকে কেবল একটু ছুঁবো।
নখ দিয়ে মেপে মেপে
তিন নখের সমান ছুঁবো।
দু নখ ছুঁয়া পয়া নয়
তাই, তিন নখের সমান ছুঁবো।
দিবি? ছুঁতে একটু দিবি?

দেখ, দেখ
বেল ফুলের মালাটা দেখ।
এটাও আমি তোকে দেবো।
সাথে
ছোট্ট একটা টিয়া দেবো
বেতের একটা খাঁচা দেবো।
দিবি? ছুঁতে একটু দিবি?

তোকে কেবল অল্প ছুঁবো।
সোনার বরণ রঙ কি না তোর
তাই হাতটা জলে ধুয়ে নেবো।
তারপর চাঁপা ফুল হাতে ঘষে
আলতো করে তোকে ছুঁবো।
শিশির যেমন দুর্ব্বা ছোঁয়
তেমন নরম তোকে ছুঁবো।
দিবি? ছুঁতে একটু দিবি?

© অরুণ মাজী
Painting: Daniel Gerhertz

তোকে একটু ছুঁতে দিবি? (Toke Ektu Chhunte Dibi?)
Monday, April 23, 2018
Topic(s) of this poem: bangla,desire,love,poem,touch
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success