কী সেই বিস্মৃত অধিরাজ্য ।। অ্যালাইন বাস্কুইট Poem by Rahman Henry

কী সেই বিস্মৃত অধিরাজ্য ।। অ্যালাইন বাস্কুইট

* Bengalization by RAHMAN HENRY

FROM

** What Forgotten Realm? by Alain Bosquet



আমার কবিতাকে তোমাদের সাথে
পরিচয় করিয়ে দিতে দাও: এ হলো এক উড়ন্ত দ্বীপ
গ্রন্থ থেকে গ্রন্থে উড়ে উড়ে
খুঁজে বেড়াচ্ছে সেই পৃষ্ঠা যেখানে তার জন্ম হয়েছিলো,
তারপর আমার বাড়িতে এসে থামছে, মাংস ও শীতল শব্দাবলী
ভক্ষণে, দুটো ডানাই বিক্ষত।

কবিতার এই সফরের মূল্য সযতনে পরিশোধ করেছিলাম!
আমার শ্রেষ্ঠ শব্দাবলী ঘুমাবে বলে পাতাঝোপে শুয়ে পড়েছে,
আমার সবুজতম ধ্বনিগুলো নীরবতার স্বপ্ন দেখে
ওইসব পাতার মতো নবীন হচ্ছে।

আমাকে দাও সেই দিগন্ত যা এখন আর একটা কোনও
গ্রন্থের মধ্যেও সাঁতরানোর সাহস রাখে না।
বিনিময়ে এই সনেট দেবো তোমাকে:
সেখানে বাস করে পাখিরা
মহাসমুদ্রের স্বাক্ষরে;
আর বাস করে মহাপ্রাণ ব্যাঞ্জনবর্ণ সমুচয়
যেখান থেকে আসমানের তারকামণ্ডলীর
মস্তিষ্কের ক্ষতগুলো দেখা যেতে পারে।

বিষুবরেখার নির্মাতাগণ,
কোন মক্কেলের কাছে, কোন ভবঘুরের কাছে
পুনর্বিক্রয় করেছো আমার কবিতাকে,
যারা না জানে কবিতা পড়তে, না জানে ভালোবাসতে,
সেই হাসিমুখ শিকারী প্রাণীর কাছে? যে কিনা প্রতিটি
ধ্বনির সাথে লাফিয়ে ওঠে আমার কন্ঠনালীর লোভে!

যখন থেকে আমার ধ্বনিগুলো
নিরাপত্তার জন্য পালিয়ে বেড়াচ্ছে, তখন থেকেই
আমার ভাষা অর্ধনমিত, সবগুলো সূর্যোদয়ে
বয়ে বেড়াচ্ছে তাদের, যেমন কেউ কেউ
বয়ে বেড়ায় বিবাহের উপহারসামগ্রী।

আমার কবিতা, যতই আমি পরিত্যাগ করছি তোমাকে
সেই এক খানসামার মতো গত পঁচিশ বছর যাবত
যে আমার পাণ্ডুলিপির তুষার চুরি করছে;
শেকলে বেঁধে যতই আমি হাঁটাচ্ছি তোমাকে
ভীতু কুকুর ছানার মতো
যে ভয় পায় প্রত্যুষের পদধ্বনি;
যতই তোমার যত্ন নিচ্ছি আমি
তোমার গলায় এক বিষুবরেখা পেঁচিয়ে
যা আমার অন্যান্য চিত্রকে একের পর এক গ্রাস করছে,
প্রতিটি নিঃশ্বাসে আবারও শুরু করছি তোমাকে,
প্রতিটি নিঃশ্বাসে তুমি হয়ে উঠছো আমার সমাধিলিপি।

শব্দসমূহ আর তাদের ধ্বনির মধ্যে
চলছে দ্বন্দ্বযুদ্ধ।
মাত্রাতিরিক্ত সমৃদ্ধ কবিতাগুলোর মৃত্যুদণ্ড অনুসরণ করে।
ভাষা রক্তাক্ত হচ্ছে,
সর্বশেষ স্বরবর্ণ আত্মসমর্পণ করছে।
ইতোমধ্যেই বৃহৎ সরীসৃপগুলো হয়েছিলো যুগলাবদ্ধ।
এখানে আমার শেষ ইচ্ছা ও বিবৃতি:
সেই চিতা যে আমার বর্ণমালাকে অনুসরণ করছে
অবশ্যই গ্রাস করবে তাদেরকে, যদি তারা পেছন ফেরে।

This is a translation of the poem What Forgotten Realm? by Alain Bosquet
Monday, October 5, 2015
Topic(s) of this poem: poetry
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success