ভেল্কিবাজি ১ Poem by Abdul Wahab

ভেল্কিবাজি ১

এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষই শ্রেষ্ঠ
আর মানবের মধ্যে আমি
এক নাগাড়ে এই দুটি মিথ্যা কথা
অনেক দিন ধরে বলে যাবো
এই আশায় রত থেকেও
ক্ষমতার অভাবে আজ পর্যন্ত এক ছটাকও
পূর্ণ করতে পারিনি.
অপরদিকে অসীম ক্ষমতা অধিকারী হয়েও
এখনও পর্যন্ত এক চুটকিতে একটিও নিভাতে পারলাম না
হাজার হাজার দিশে হারা আলো কিংবা হিংসের বাতি,
কিংবা এক ফুঁ তে ফোটাতে পারিনি
কারো মনের মধ্যে একটিও
ভাগ্য তারা ।
তবুও অবুঝ পাঠকেরা
আমার দিকে আঙ্গুল তুলে বলে
আমি না কি ছন্দ লয় ছাড়াই
শুধু অযুক্তির দ্বারা
মানুষের মনে বর্ষণ, কর্ষণ
করে চলেছি সুখ চাষ
আর উড়িয়ে চলেছি
আনন্দ মেলা ।
আরও তারা অভিযোগের সুরে বলে
আমি না কি রঙ্গের কারিগর
শিশু ভোলানো যাদুকর
মিথ্যা স্বপ্নের ভণ্ড ফেরিওয়ালা
এবার তুমিই বল, বন্ধু আমার,
এত সব কওয়া, বলার পর
আমি কি একটা শব্দও মিথ্যা বলতে জানি?
আরও আকার ইঙ্গিতে বলছে তারা
অনেক কিছু
আহা, রে! নতুন প্রজন্মের নতুন কবি
তুমি কি করে জানবে, অতশত,
কি করে খেলতে হয় নান্দনিক
আনন্দের বেল্কিবাজি,
খেলাতে হয় মেয়েদের চোখে
মারন খেলা
কি গুনে মনের সাথে চলে
রাহাজানি!
এবার তুমিই বল আমার মনসখী
বেশী কিছু না জানলেও সামান্য কিছু তো জানি ।

Sunday, May 15, 2016
Topic(s) of this poem: magic
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success