সংবেদ ।। আর্তুর র‌্যাবো Poem by Rahman Henry

সংবেদ ।। আর্তুর র‌্যাবো


গ্রীষ্মের নীল সন্ধ্যাগুলোতে, পথে নেমে পড়বো,
ভূট্টাক্ষেতের আঁচড় গায়ে মেখে, ছোট ছোট তৃণ মাড়িয়ে:
একটা স্বপ্নের মধ্যে তাদের শীতলতা অনুভব করবো পদতলে।
আমার খোলা মাথাকে স্নান করানোর সুযোগ দেবো হাওয়াকে।

কোনও কথা বলবো না। কিছু ভাববো না:
অথচ আমার আত্মায় জমে উঠবে প্রণয়-পাহাড়;
আর আমি, জিপসীদের মত, ভ্রমণে যাবো দূরে, বহুদূরে,
গ্রামাঞ্চলের ভেতর দিয়ে— এতোটা আনন্দিত যেন আমি নারীসঙ্গ লভেছি।


* Original: Sensation- Poem by Arthur Rimbaud

** Bengalized by Rahman Henry

This is a translation of the poem Sensation by Arthur Rimbaud
Monday, August 8, 2016
Topic(s) of this poem: evening,summer,travel
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success