অনাবিষ্কৃত সৌন্দর্যের অনাবৃত রূপ Poem by Musfiq us shaleheen

অনাবিষ্কৃত সৌন্দর্যের অনাবৃত রূপ

Rating: 5.0

আমি জানি না
তারা কে কোথায় যাচ্ছে
কারই বা কি কাজ
কে বা কি করতে পারতো
তার সীমানা পেরিয়ে

যদিও সবাই বাহিরে
পারাপারের মাঝে দেখা
যেন এক ফসলা বৃষ্টি
শরতের খেয়ালি মেঘ
সারসের মতো ভাসতে হাতছানি দেয়

সুন্দরের অন্তরালে জীবনের স্রোত
মুখ ফিরিয়ে দেখি নদীর বয়ে যাওয়া
উজানের টান,
হতবিহ্বল দিগন্ত,
হারানোর আকুলতা

অনাবিষ্কৃত সৌন্দর্যের অনাবৃত রূপ
আহ! স্বরূপে কি অপরূপ
'ওখানে যেতে হবে সুরের মহিমায়'
'ওখানে যেতে হবে জীবনের প্রয়োজনে'
...

মুশফিক উস সালেহীন

Tuesday, September 13, 2016
Topic(s) of this poem: beauty,life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Musfiq us shaleheen

Musfiq us shaleheen

Khulna, Bangladesh
Close
Error Success