তাঁতী পাখী Poem by Madhabi Banerjee

তাঁতী পাখী

তাঁতী পাখিটি আমাদের বাড়িতে বাসাবেঁধেছিল
আমাদের ঐ গাছটায় ডিম পেরেছিল
আমরা বাসাটা ফেলেদিতে চাইনি
বাসাটাকে আমরা নজরে রাখতাম
ডিমগুলোর আমরা দেখভাল করতাম
একদিন তাঁতী দাবিদার হয়ে ফিরে এল
ঘোষনা করল যে বাসাটি তাদের
ওরা এসেছিল পশ্চিম দিক থেকে
যেখানে পশচিমী ঝঞ্ঝা পাখিগুলোকে ফেলে দেয়
লন্ঠনের আলোতে জেলেরা তাদের জাল শুকায়
ওদের অনুমান সঠিক
আমাদের দৃষ্টি সীমা এই বাসা পর্যন্ত্য
আমরা ওদের সাথে প্রার্থনা করতে পারনা
কোনো বার্ত দিতে পারিনা
আমরা প্রতিদিন নুতন ঘরের সন্ধান করি
নুতন বাসার জন্য চেষ্টা করি
পুরোনো বাসাটা পাখির বিষ্টায় দুষিত হয়

This is a translation of the poem Kofi Awoonor (The Weaver Bird) by African Poems
Tuesday, March 21, 2017
Topic(s) of this poem: house
COMMENTS OF THE POEM
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success