মাতৃত্ব।। এলিস মেনেল Poem by Rahman Henry

মাতৃত্ব।। এলিস মেনেল

Rating: 5.0


.
একজন কাঁদছে, দশ বছর আগে, যার সদ্যজাত
একমাত্র সন্তান মারা গিয়েছিলো।
ওরা বললো, ‘কেঁদো না, তোমার পুত্র আশীর্বাদিত'।
‘তা সত্ত্বেও', সে জবাব দিলো,

দশ বছর আগে, এক শিশু জন্মেছিলো
যন্ত্রণা ফুঁড়ে, এখন সে তো নয় অসহায়।
দশ বছর আগে, অকারণে, তবু হায়,
এক জননী, একজন মা জন্ম নিয়েছিলো।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* এলিস মেনেল [১১ অক্টোবর১৮৪৭ - ২৭ নভেম্বর ১৯২২]: বৃটিশ কবি, প্রাবন্ধিক, সম্পাদক, সমালোচক ও নারী-ভোটাধিকার আন্দোলনকর্মি; যদিও কবি হিসেবেই তাকে বিশেষভাবে স্মরণ করা হয়ে থাকে। পুরোনাম: এলিস ক্রিশ্চিয়ানা গারট্রুড থম্পসন মেনেল। জন্ম লন্ডনের থেমস নদী সংলগ্ননিরিবিলি শহর বার্নেসে। মৃত্যুবরণ করেছেন লন্ডনে। মেনেলের পরিবার লন্ডন, সুইজারল্যান্ড ও ফ্রান্সে স্থান্তরিত হলেও, তার শৈশব-কৈশোর কেটেছে প্রধানত ইতালিতে। মেনেল নারী-ভোটাধিকার আন্দোলন বিষয়ক লেখক লীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
.

*
#AliceMeynellPoems
.

This is a translation of the poem Maternity by Alice Meynell
Wednesday, December 11, 2019
Topic(s) of this poem: death,feminism,mother,mother and child
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 11 December 2019

দশ বছর আগে, এক শিশু জন্মেছিলো যন্ত্রণা ফুঁড়ে, এখন সে তো নয় অসহায়। দশ বছর আগে, অকারণে, তবু হায়, এক জননী, একজন মা জন্ম নিয়েছিলো। /// motherly love lives long for her child even the lost child

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success