কল্পনা করো ।। ফেব্রিজিও ফ্রসিনি Poem by Rahman Henry

কল্পনা করো ।। ফেব্রিজিও ফ্রসিনি

Rating: 5.0

কল্পনা করো ।। ফেব্রিজিও ফ্রসিনি

.
কল্পনা করো, কত

দীর্ঘ ছিলো রাতটি

আর ভেঙেচুরে একটা দিন হলো
ছায়াভারে জর্জরতি— খোলা
জখমগুলোর মত গভির
ছন্দময় বাতাসের
পালাবদলের নিচে

বাগানে, গাছগুলোকে
জোরপূর্বক সীমিত করা হচ্ছে,
একের পর এক
পাতা ঝরছে
যতক্ষণ না— নগ্ন হয়ে পড়ছে—
শাখাগুলো নিস্তেজ
সবুজাভ-ধূসর কঙ্কাল

কল্পনা করো, পৃথিবীও

কতটা
শূন্য হতে পারে

যদি সেই পত্ররাজি
শাখাপ্রশাখা
বৃক্ষসমূহ

যদি তুমিও
অস্তিত্বশীল না থাকো।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* ফেব্রিজিও ফ্রসিনি (১৯৫৩ -) : ইতালিয় কবি। নিউরোসার্জারির বিশেষজ্ঞ চিকিৎসক। বর্তমানে, ফ্লোরেন্সে, দ্য ভিঞ্চির জন্ম-বাড়িটির পাশেই বসবাস করছেন।
.
* #FabrizioFrosiniPoems
.

This is a translation of the poem Imagine by Fabrizio Frosini
Sunday, July 16, 2017
Topic(s) of this poem: human nature,life,philosophy
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success