সেই অন্যজনও, তুমি ।। পিটার রোসেগার Poem by Rahman Henry

সেই অন্যজনও, তুমি ।। পিটার রোসেগার

Rating: 5.0

সেই অন্যজনও, তুমি ।। পিটার রোসেগার

.
পৃথিবী একদা যা আমাকে উপহার দিয়েছিলো
ইতোমধ্যেই ফেরত চাইছে;
যা কিছু মঞ্জুর করেছিলো, নিতে আসছে,
আঁকড়ে ধরছে মুঠোয় মুঠোয়।

আশ্চর্য: যত বেশি যন্ত্রণা আমি বহন করি
তত বেশি সুন্দর হয়ে ওঠে বিশ্বভূমি;
লড়াই করে, আর মেধা দিয়ে যা কিছু অর্জন,
সন্তর্পনে খসে পড়ছে হাতের মুঠো বেয়ে।

এবং যতই ভারমুক্ত হচ্ছি
ততই ওজনদার হাঁটা হাঁটতে পারছি:
‘‘তোমার দয়ার্দ্র ভাণ্ডার থেকে, আমাকে,
দিতে পারো না, পৃথিবী? অনুনয় করছি, কথা বলো! ''

‘‘না, তোমাকে দিতে পারি না, ভাই,
তোমারগুলো আরেকজনের দরকার;
তোমার থেকে নিয়েই আমি আরেকজনকে দেবো:
তাকেও রৌদ্রোজ্জ্বল দিনগুলো দেখতে দাও।

কিন্তু চিন্তা কোরো না, বাধাও দিও না:
কেননা, সেই অন্যজনও, তুমি।''

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* পিটার রোসেগার (৩১ জুলাই ১৮৪৩ - ২৬ জুন ১৯১৮) : অস্ট্রিয়ান কবি ও সাহিত্যিক, মোট তিনবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
.
* #PeterRoseggerPoems
.

This is a translation of the poem The Other, Too, Is You by Peter Rosegger
Monday, July 31, 2017
Topic(s) of this poem: life,life and death,philosophical ,philosophy
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success