কে আমি? ।। আহমাদ সাভাদ Poem by Rahman Henry

কে আমি? ।। আহমাদ সাভাদ

Rating: 5.0

কে আমি? ।। আহমাদ সাভাদ

.
ওদের কাছে আমাকে ব্যাখ্যা করতে দাও
যারা জিজ্ঞেস করে: কে আমি,
আমি এক কণ্ঠস্বর যা সেই এক যন্ত্রণাদগ্ধ রাষ্ট্রের
যে আর্তনাদ করছে: ‘ন্যায় বিচার চাই! '

এটা সত্য যে আমি কবি,
কিন্তু আমার রয়েছে ভিন্ন ইচ্ছা ও বাসনাসমূহ!
এই যে ধংসাবশেষ দেখছি, এর সম্পর্কে
আমার কী বলা উচিত? !

যে সব শব্দ আমি লিখি, ওগুলো কি
তোমাদের কোমল হৃদয়কে আহত করছে?
লক্ষ্য করো, যারা গরিব, তাদের ওপর
কী অসহনীয় অবিচার!

হেই, ঘাড় গুঁজে থাকা বেগুনি রং,
সেই একজন, যে তার প্রেমিকার খোঁজে বেরিয়েছো,
এই মর্মান্তিক ও দুঃখজনক পরিস্থিতির ব্যাপারে
কী বলবে তুমি?

যখন আমার প্রেয়সী আসে
রুমাল নাড়ানো থেকেও বিরত রাখা হয় আমাকে,
হায় কপাল!
যদি কাঁদি, কে আমার অশ্রু মুছিয়ে দেবে? ! ...

.

.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* আহমাদ সাভাদ (৫ মে ১৮৯২ - ১৩ অক্টোবর ১৯৩৭) : আজারবাইজাইনের কবি। সে দেশের জাতীয় সংগীতের রচয়িতা। সোভিয়েত ইউনিয়ন থেকে আজারাইজাইনকে স্বাধীন করার জন্য সেখানকার তরুণদের কুমন্ত্রণা দিচ্ছেন, এমন অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
.

* #AhmadJavadPoems
.

This is a translation of the poem Who am I? by Ahmad Javad
Saturday, August 5, 2017
Topic(s) of this poem: country,freedom,justice,mother land
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success