সমুদয় পবিত্রতা।।লুইজ ক্লুখ Poem by Rahman Henry

সমুদয় পবিত্রতা।।লুইজ ক্লুখ

Rating: 5.0


.
এমনকি এখনও এই ভূনিসর্গ সমন্বিত হচ্ছে।
পাহাড়গুলো হয়ে উঠছে অন্ধকারাচ্ছন্ন। ষাঁড়গুলো
তাদের নীল জোয়ালের নিচে ঘুমাচ্ছে,
যখন উদিত হচ্ছে দন্তবিকশিত চাঁদ
ফসলের ক্ষেতগুলো পরিষ্কার হয়ে উঠছে
শস্য-সংগ্রহে, আঁটিগুলো
একই মাপে বাঁধা হয়েছে আর রাস্তার পাশে
ঝোপগুলোর ভিতর গাদা করে সাজানো হচ্ছে:

এটাই সেই খা খা শূন্যতা
ফসল কাটা শেষে কিংবা মহামারীর
আর সেই গৃহিনীটা জানালার বাইরে ঝুঁকছে
তার হাত দু'টি প্রসারিত, যেন পরিশোধ করছে কোনওকিছুর দাম,
এবং শস্যদানাগুলো
জ্বলজ্বলে, স্বর্ণ, ডাকছে
এসো
এখানে এসো, ক্ষুদে সোনা

আর সেই আত্মা হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে গাছপালার ভিতর থেকে।
.
.
* লুইজ ক্লুখ [২২ এপ্রিল ১৯৪৩ - ]:
২০২০ সালে কবিতার জন্য নোবেলজয়ী মার্কিন কবি।
.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
.
#LouiseGlückPoems

** জার্মান ভাষায় এ কবির নাম: লুইজ এলিসাবেথ গ্লিক

This is a translation of the poem All Hallows by Louise Gluck
Saturday, October 24, 2020
Topic(s) of this poem: nature,sacred heart,landscape ,lifestyle
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success