এক মেধাবীর সাথে দেখা হলো ।। চার্লস বুকাওস্কি Poem by Rahman Henry

এক মেধাবীর সাথে দেখা হলো ।। চার্লস বুকাওস্কি

Rating: 5.0

এক মেধাবীর সাথে দেখা হলো ।। চার্লস বুকাওস্কি

.
ট্রেনে যেতে যেতে এক মেধাবীর সাথে দেখা হলো
আজ
বয়স প্রায় ৬ বছর,
অামার পাশে বসেছিলো
আর ট্রেনটা যখন
উপকূলের পথে যাচ্ছিলো
আমরা মহাসাগরের কাছে এলাম
এবং তখন আমার দিকে তাকালো
আর বললো,
এটা সুন্দর নয়।

এই প্রথম
আমার উপলব্ধিতে এলো
ব্যাপারটা।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* চার্লস বুকাওস্কি (১৬ আগস্ট ১৯২০ - ৯ মার্চ ১৯৯৪) : পুরো নাম: হেনরি চার্লস বুকাওস্কি। জার্মানিতে জন্মানো মার্কিন কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকার। কয়েক হাজার কবিতা, কয়েক শ ছোটগল্প এবং ছয়টি উপন্যাস লিখেছেন বুকাওস্কি; লস এঞ্জলেসের আন্ডারগ্রাউন্ড সংবাদপত্র ‘ওপেন সিটি'তে Notes of a Dirty Old Man শিরোনামে নিয়মিত কলামন্ লিখতেন; ওটার জন্য আমৃত্যু এফবিআই তার পেছনে লেগেছিলো। মার্কিন যুক্তরাষ্ট্রের দরিদ্র মানুষের জীবন, তার সাহিত্যের প্রধান উপজীব্য। সাহিত্য ঘরানায় Dirty realism মুভমেন্টের সাথে সম্পৃক্ত ছিলেন। বিশ্বসাহিত্যে, তাকে, সর্বকালের সেরা ২০জন কবির একজন বিবেচনা করা হয়।
.

* #CharlesBukowskiPoems
.

This is a translation of the poem I Met A Genius by Charles Bukowski
Saturday, September 23, 2017
Topic(s) of this poem: genius,ocean,realization
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success