কাঠের গুঁড়িগুলো ।।লুইজ ক্লুখ Poem by Rahman Henry

কাঠের গুঁড়িগুলো ।।লুইজ ক্লুখ

Rating: 5.0


.
সারাদিন বাসনা থেকে প্রয়োজনকে আলাদার করার
চেষ্টা করতে করতে ক্লান্ত আমি। এখন, অন্ধকারে,
শুধুই এক তিক্ত বিষাদ অনুভব করছি আমাদের জন্য,
গৃহনির্মাতাদের জন্য, কাঠের আসবাব পরিকল্পনাকারীদের জন্য,
কেননাদীর্ঘক্ষণ ধরে একভাবে তাকিয়ে আছি
এসব কাঠের গুঁড়ির দিকে আর যে প্রক্রিয়ায়
ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো চাঁছা হচ্ছে সেটা দেখছি, আসবাব গাছ
যন্ত্রণাক্লিষ্ট। এবং বুঝে ফেলেছি
বঙ্কিমাকৃতি ভিন্ন এটা আর কোনও আকার নেবে না।

.
.
* লুইজ ক্লুখ [২২ এপ্রিল ১৯৪৩ - ]:
২০২০ সালে কবিতার জন্য নোবেলজয়ী মার্কিন কবি।
.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
.
#LouiseGlückPoems

** জার্মান ভাষায় এ কবির নাম: লুইজ এলিসাবেট ক্লুখ

This is a translation of the poem Elms by Louise Gluck
Friday, November 6, 2020
Topic(s) of this poem: metaphor,need for human,philosophy,trees,desire
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success