প্রথমবার ইউরোপ Poem by Malay Roy Choudhury

প্রথমবার ইউরোপ

"প্রথমবার ইউরোপ"
এতো আনন্দ হয়েছিল মিউজিয়ামের পেইনটিঙগুলো দেখে
ভাবা যায় না আসল ভ্যান গঘ, মাতিসে, পিকাসো
চিরিকো, জিয়াকোমেত্তি, রেমব্রাঁ, মনদ্রিয়ান
তারপর কাফেতে দুপরের যৎসামান্য পকেটমারি ভোজ খেয়ে
গেলুম টয়লেটে হাগতে ঝকঝকে পরিষ্কার
কাজ সারা হয়ে গেলে, উড়িসশালা, ইতি-উতি তন্ন তন্ন খুঁজে
ছোঁচাবার মগ পেলুম না কোথ্থাও এতো বড়ো ওয়াশরুমে
অগত্যা কাগজে পোঁদ পুঁছে বেরিয়ে আসতে হলো
দুই পা দুদিকে করে যতোক্ষণ শুকোতে পেরেছি বলে ভাবলুম
দেশে ফিরে প্রথমেই পায়খানায় টয়লেট রোল ঝোলাবার ব্যবস্হা করেছি
বিদেশে যাবার আগে কাগজেতে পোঁদ পোঁছার অভ্যাস করে নিই

Monday, January 27, 2020
Topic(s) of this poem: traveling
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success