বিশ্বাস-অযোগ্য কথক ।।লুইজ ক্লুখ Poem by Rahman Henry

বিশ্বাস-অযোগ্য কথক ।।লুইজ ক্লুখ

Rating: 5.0


.
শুনো না আমার কথা; আমার মন ভেঙেছে।
কোনও কিছুকেই নিরপেক্ষতায় দেখি না আমি।

নিজেকে চিনি; শুনতে শিখেছি মনোচিকিৎসকের মতো করে।
যখন আবেগঘন কথা বলি,
ওটাই সে সময় যখন কম বিশ্বাস করতে হবে আমাকে।

সত্যি, খুবই দুঃখজনক ব্যাপার: সারা জীবন বুদ্ধিমত্তার জন্য
প্রশংসিত হয়েছি আমি, প্রশংসিত হয়েছি ভাষাগত দক্ষতার জন্য, অন্তর্দৃষ্টির জন্য- -
শেষটায় বিফলে যাচ্ছে সব- -

কখনও নিজের দিকে দৃষ্টিপাত করিনি।
সামনের ধাপে দাঁড়িয়ে থেকেছি। বোনের হাত ধরে।
সে জন্যই গুনতে পারিনি
ওর হাতের কালশিটে দাগগুলো যেখানে জামার হাতা শেষ হচ্ছে...

মনের একান্ত অন্দরে, অদৃশ্য আমি: সে জন্যই আমি বিপজ্জনক।
দৃশ্যত যারা আত্ম-অহমিকাহীন, তারাই আমাকে পছন্দ করে।
পঙ্গু আমরা, মিথ্যাবাদী।
আমরাই তারা যাদের উচিত সত্যের স্বার্থে
সবকিছুকে বিবেচনা করা।

যখন চুপচাপ থাকি, ওটাই সে সময় যখন অভ্যূদয় ঘটে সত্যের।
নির্মল আকাশ, শুভ্র তুলার মতো মেঘরাশি।
তার ঠিক নিচে, ছোট এক ধূসর বাড়ি। আজেইলিয়া ফুলগুলো
লাল ও উজ্জ্বল গোলাপি।

যদি সত্য চাও, স্বয়ং তোমাকে সন্নিকট হতে হবে
বড় বোনের, আড়াল করতে হবে তাকে:
যখন আমি বেঁচে থাকছি এভাবেই আহত হয় জিনিস
এর অতল গহিন ক্রিয়াকলাপে
সব কর্মকাণ্ড বদলে যায়।

সে জন্যই বিশ্বাস করা যাবে না আমাকে।
কেননা হৃৎপিণ্ডের ক্ষত
অন্তরেরও ক্ষত।
.
.
* লুইজ ক্লুখ [২২ এপ্রিল ১৯৪৩ - ]:
২০২০ সালে কবিতার জন্য নোবেলজয়ী মার্কিন কবি।
.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
.
#LouiseGlückPoems
.
** জার্মান ভাষায় এ কবির নাম: লুইজ এলিসাবেট ক্লুখ
.

This is a translation of the poem The Untrustworthy Speaker by Louise Gluck
Wednesday, November 11, 2020
Topic(s) of this poem: disappointment,metaphor,truth
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 11 November 2020

সত্যি, খুবই দুঃখজনক ব্যাপার: সারা জীবন বুদ্ধিমত্তার জন্য প্রশংসিত হয়েছি আমি, প্রশংসিত হয়েছি ভাষাগত দক্ষতার জন্য, অন্তর্দৃষ্টির জন্য- - শেষটায় বিফলে যাচ্ছে সব- - ........ সে জন্যই বিশ্বাস করা যাবে না আমাকে। কেননা হৃৎপিণ্ডের ক্ষত অন্তরেরও ক্ষত।// এ দু স্তবক অসাধারণ লেগেছে; ধন্যবাদ কবি আপনাকে এ সাবলীল অনবদ্য অনুবাদের জন্য; সত্যি বলতে আমি এ কবিকে এত পড়তাম না, যদি না আপনি আপনার অনুবাদ কর্মের দ্বারা এ কবি কে BD PH হোম পেজে আনতেন ///ভালোবাসা নিরন্তর আপনার জন্য

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success