দয়া কর প্রভু ক্ষমা কর মোদের Poem by Mir Munirul Islam Salim

দয়া কর প্রভু ক্ষমা কর মোদের

ও গো আল্লাহ্ দয়াময়, রহিম রহমান প্রভু মহান
রহম কর আল্লাহ্ ক্ষমা কর মোদেরে, মোরা যে গুনাহ্গার মুসলমান।
তোমার হাবীবের গুনাহ্গার উম্মত আজি, ভয়ে আতঙ্কে কম্পমান
আখেরী জমানায় বড় অসহায়, বাঁচানো কঠিন হয়েছে মোদের ঈমান।
বিশ্ব ব্যাপী আজি ছড়িয়ে পরেছে, করোনা ভাইরাস মহামারি মরণব্যাধি
সংকিত মনে সদাই জাগিছে, মোদেরে আক্রমণ করে যদি?
জন জীবনের সচল অবস্থা, বন্ধ হয়ে পরেছে আজি
হতাশা আর নিরাশার আঁধারে, ছেয়ে গেছে সকল কর্মকান্ড রাজী।
রক্ষা কর মালিক বাঁচাও মোদের, করোনা ভাইরাস মরণব্যাধি হতে
দাওনা বলে দয়া করে প্রভু, ওকে আসমানে চলে যেতে।
দাওনা বলে আল্লাহ্ রসূলের উম্মত কাঁদিছে, দেখনা কেমন করে
ওরে করোনা থেমে যা তুই, সরে যা অনেক দূরে।
সবই যে তোমার হুকুমের গোলাম, তোমারই হুকুমের দাস
তোমার রসূলের গুনাহ্গার উম্মত, আমরা যে করি বিশ্বাস।
তুমি যে আল্লাহ্ মহান স্রষ্টা, অসীম সর্বশক্তিমান
দাওনা বলে আল্লাহ্ করোনা ভাইরাসেরে, আর করিস না ওরে পেরেশান।
আর এগুসনা নবীর উম্মতের দিকে, সরে আয় ওরে সরে আয়
অঝোরে অশ্রু বিসর্জন দিয়ে, ওরা যে আজি দয়া ভিক্ষা চায়।
ওগো আল্লাহ্ আমরা অপরাধী, করেছি গুনাহ্ সাগর পাহাড় সম
তবু যে আমরা গুনাহ্গার উম্মত, তোমার হাবীবের প্রিয়তম।
কার কাছে যাবো সাহায্য চাইবো, তুমি ছাড়া আর কে আছে বলো
তুমি যে মোদের সৃষ্টিকর্তা দয়ার সাগর, করোনাকে চলে যেতে বলো।
দয়া করো প্রভু ক্ষমা করো মোদের, তোমার রসূলের উসিলায়
দয়া রহমতের জোয়ার আজি ভেসে যাক, তোমার অপার মহিমায়।
আমিন, সুম্মা আমিন, ইয়া রাব্বুল আলামিন

দয়া কর প্রভু ক্ষমা কর মোদের
Friday, March 27, 2020
Topic(s) of this poem: prayer
POET'S NOTES ABOUT THE POEM
রচনাকাল: ২২ রজব, ১৪৪১ হিজরী, ২৪/০৩/২০২০ইংরেজী। মোবাইল: ০১৮১৯৯১৭২৫৭
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success