বাহির থেকে দেখা ।। জেমস স্টিফেনস Poem by Rahman Henry

বাহির থেকে দেখা ।। জেমস স্টিফেনস

Rating: 5.0

বাহির থেকে দেখা ।। জেমস স্টিফেনস

.
অস্পষ্ট একটা টুকরো কিছু পাক খেয়ে উঠে গেলো আসমানে
একটা পাতার মতো ছোট্ট: তারপর কাছাকাছি এসে
প্রসারিত হলো। —‘এটা একটা পাখি, ' আম বললাম,
আর সচল করলাম আমার তীর ও ধনুক। ও ছিলো অদ্ভুত!
এবং এক টুকরো মেঘের আড়ালে স্থির হলো; তারপর উড়ে নিচে নামতে লাগলো
ঢুলে পড়ার মত আর এতবেশি ঝাঁকুনি খেলো
ভাবলাম ভূপাতিত হবে। —ওটা ছিলো বাদামি রঙের
পুরনো গালিচা, যার ওপর একটা লোক বসে বসে ঝিমাচ্ছিলো,
যে, যখন মাটি ছুঁয়ে দিলো, দেখা গেলো: গালিচার মাঝখানের
একটা বড়সড় ফুটা সেলাই করছিলো, আর ওই
ফুটার ভেতর দিয়ে সর্বত্র তাকাচ্ছিলো, এটা দেখতে যে,
কে কোনদিক থেকে আসছে —তারপর সে একটা মোচড় খেলো
আর উড়ে চলে গেলো... অমি তীর ছুড়েছিলাম কিন্তু ব্যর্থ হলো নিশানা।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* জেমস স্টিফেনস (৯ ফেব্রুয়ারি ১৮৮২ - ২৬ ডিসেম্বর ১৯৫০) : আইরিশ কবি ও ঔপন্যাসিক। জীবদ্দশায় বসবাস করেছেন প্যারিস, লন্ডন ও ডাবলিনে। জেমস জয়েসের সাথে প্রগাঢ় বন্ধুত্ব হয়েছিলো স্টিফেনসের। জন্ম ডাবলিনে, মৃত্যুবরণ করেছেন লন্ডনে।
.

*
#JamesStephensPoems
.

This is a translation of the poem A Visit From Abroad by James Stephens
Tuesday, January 30, 2018
Topic(s) of this poem: birds,life and death,philosophy
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success