হাঙ্গর ।। এডউইন জন প্রাট Poem by Rahman Henry

হাঙ্গর ।। এডউইন জন প্রাট

Rating: 5.0

হাঙ্গর ।। এডউইন জন প্রাট

.
তাকে দেখে মনে হচ্ছিলো পোতাশ্রয়টা চেনে,
এতই অলস ভঙ্গিমায় সাঁতরাচ্ছিলো,
তার পাখনা,
এক টুকরা লোহার পাতের মত,
তিনকোণা,
আর ডগাটা ছুরির ফলা,
জলের ভেতরে তার নিজস্ব স্তরে
যখন চলাফেরা করছিলো
কোনও বুদ্বুদ তোলে নি।

তার শরীর নলাকৃতি
আর ক্রমসরু,
আর ধোঁয়াটে- নীল,
আর যখন সে জাহাজ-ঘাট অতিক্রম করছিলো
বাঁক নিলো,
আর কড়মড় করে চিঁবালো একটা চিতল মাছকে,
মাছটা ছিলো মৃত এবং ভাসছিলো।
আর আমি একটা শাদা মুখগহ্বরের ঝলকানি দেখলাম,
আর দুই সারি শাদা দাঁত,
এবং ধাতবধূসর একজোড়া চোখ,
কঠিন ওসরু এবং ফালি করা।

তারপর পোতাশ্রয় থেকে
সেই তিনকোনা পাখনায়
চিরে ফেললো জল, কোনও বুদ্বুদ হলো না
আলতো ভঙ্গিমায়,
অলসভাবে,
সাঁতরে গেলো—
সেই অদ্ভুত মাছ,
নলাকৃতি, ক্রমসুচালো, ধোঁয়াটে-নীল,
অংশত শকুন, অংশত নেকড়ে,
অংশত এ দুয়ের কোনটাই নয়— কেননা, তার রক্ত শীতল।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* এডউইন জন প্রাট(৪ ফেব্রুয়ারি ১৮৮২ - ২৬ এপ্রিল ১৯৬৪) : কানাডার কবি। নিউফাউন্ডল্যান্ডের ওয়েস্টার্ন বে'তে জন্ম; জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন ওন্টারিও'র টরেন্টোতে। সেখানেই মৃত্যুবরণ করেনে। প্রাটের পুরোনাম:এডউইন জন ডাভ প্রাট। তাকে বিশ শতকীয় কবিতায়, সে দেশের সবচে' অগ্রগণ্য কবি বিবেচনা করা হয়। কবিতার জন্য রাষ্ট্রের সবোর্চ্চ পুরস্কার ‘গভর্নর জেনারেল'স এওয়ার্ড' জিতেছেন ৩ বার।
.

*
#EdwinJohnPrattPoems
.

This is a translation of the poem The Shark by Edwin John Pratt
Sunday, February 4, 2018
Topic(s) of this poem: imagery,nature,sea
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success