উইলিয়াম সেক্সপীয়ারের কাব্যানুবাদ- ১২১ Poem by Suresh C Chaudhury

উইলিয়াম সেক্সপীয়ারের কাব্যানুবাদ- ১২১

(সনেট-১২১)

ইতর মান্যবর হওয়ার চেয়ে ইতর হওয়া ভালো অধিকরত,
যখন না-হওয়াটা প্রাপ্তি স্বীকার করে হওয়াটার অখ্যাতি;
আর যথার্থ আনন্দটিও হারিয়ে যায় যাহা এতো অভিপ্রেত,
আমার অনুভূতি দ্বারা নয়, অন্যদের দৃষ্টিতে; কিসের জন্য,
অন্যের মিথ্যা-ভেজাল দৃশটি আমার কৌতুক-প্রিয় রক্তকে অভিবাদন জানায়?
অথবা, কেন আমার নৈতিক দূর্বলতার উপর অধিকতর গোপন তদন্ত-কারী,
যাহা তাঁদের ইচ্ছায় খারাপ গণ্য করে যেটাকে আমি ভালো বলে মনে করি?

না আমি, সেই আমি, আর তারা, যারা আমার অপব্যবহারে
এক অনুভূমিতে চলে গিয়ে তাদের নিজের বলে হিসেব করে নেয়;
আমি সোজা থাকতে পারি, যদিও তারা নিজেরা থাকে এক-সমতলে;
তাদের এই কুৎসিৎ ভাবনার দ্বারা আমার কাজকে দেখানো অবশ্য অনুচিত;

এই সাধারণ অমনঙ্গলের অধীনে তাড়া যুক্তি দ্বারা সমর্থন করে নেয়
সব মানুষ খারাপ; আর তাদের খারাপটাতেই তাড়া শাসন চলে ।

Saturday, November 3, 2018
Topic(s) of this poem: love and life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success