ওই লোক যে সম্পূর্ণত একা হাঁটছে ।। মারিও দি আন্দ্রেদ Poem by Rahman Henry

ওই লোক যে সম্পূর্ণত একা হাঁটছে ।। মারিও দি আন্দ্রেদ

Rating: 5.0


✔️
.
ওই লোক যে সম্পূর্ণত একা হাঁটছে
ওইসব চত্বরে, রাজপথগুলোয়,
নিজের কাছে নিজেই সে এক বিপুল বিস্ময়।
পুরুষ সে।

ওই নারী অন্য সবার মতোই
চত্বরগুলোয়, ওইসব রাজপথে,
তার নিজের ভেতরে রয়েছে নিদারূন নিষ্ঠুরতা।

নারীটির দেখা পুরুষটির সাথে,
ওরা হাসছে আর হাতে হাত রাখছে পরস্পর,
সেই বিস্ময় ও সেই গোপনতা বিস্তৃত হচ্ছে
প্রচণ্ড আবেগে।

কিন্তু এক অস্থিরের ছায়া
অন্ধকারে পাহারা দিচ্ছে সেই রহস্যকে।
মৃত্যু পর্যবেক্ষণ করছে তার খড়গ হাতে।
পৃথক পৃথক অর্থ নিয়ে, নেমে আসছে রাত।
.

✔️
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
✔️
* মারিও দি আন্দ্রেদ (৯ অক্টোবর ১৮৯৩ - ২৫ ফেব্রুয়ারি ১৯৪৫) : ব্রাজিলীয় কবি, ঔপন্যাসিক, সংগীতজ্ঞ, সৃজনীশিল্পের ইতিহাসবেত্তা, সমালোচক ও স্থিরচিত্রী। ব্রাজিলীয় আধুনিক সাহিত্যের স্থপতিগণের অন্যতম। জন্ম সাও পলো'তে; সেখানেই মৃত্যুবরণ করেছেন।
.
✔️
* #Mário_deAndradePoems
.

This is a translation of the poem The Man Who Walks All Alone by Mário de Andrade
Tuesday, February 26, 2019
Topic(s) of this poem: man,secret,surprise,alone,woman
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 26 February 2019

উল্লসিত ভালোবাসা - নারীটির দেখা পুরুষটির সাথে, ওরা হাসছে আর হাতে হাত রাখছে পরস্পর, সেই বিস্ময় ও সেই গোপনতা বিস্তৃত হচ্ছে প্রচণ্ড আবেগে।///সুন্দর কাব্যানুবাদ

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success