প্রার্থনা ।। ফ্রাঞ্জিস্কো আর্সেলানা Poem by Rahman Henry

প্রার্থনা ।। ফ্রাঞ্জিস্কো আর্সেলানা

Rating: 5.0

.

.
যা কিছু খোলা আছে বন্ধ করো, প্রভু।
খুলে দাও সমস্ত বন্ধ'কে।

ওইসব মানুষ দীর্ঘকাল যারা নিচ্ছে, তাদের দিতে শেখাও।
যারা দীর্ঘকাল দিয়ে যাচ্ছে, তাদের প্রাপ্তিতে ফেরাও।
যারা বিচ্ছিন্ন হয়ে আছে বহুদূরে, তাদের সম্মেলন ঘটাও।
দীর্ঘকাল যারা ঐকজোটবদ্ধ, বিচ্ছিন্ন করো তাদের।

একবারের জন্য হলেও জ্ঞানীদের বোকা বানাও, প্রভু।
এবং বোকাদের বলতে দাও তাদের অন্তরের কথা।
স্বীকৃতি দাও দীর্ঘ-অস্বীকৃতদের, প্রভু।
পূর্ণ করো অপূর্ণকে।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* ফ্রাঞ্জিস্কো আর্সেলানা (৬ সেপ্টেম্বর ১৯১৬ - ০১ আগস্ট ২০০২) : ফিলিপিনো লেখক, কবি, সাহিত্য সমালোচক, সাংবাদিক ও শিক্ষক। ফিলিপাইন দ্বীপপুঞ্জের ম্যানিলায় জন্ম। মৃত্যুবরণ করেছেন কুইজন সিটিতে। ১৯৯০ সালের ২৩ জুন, সাহিত্যের ক্ষেত্রে, তাকে ফিলিপাইনের জাতীয় শিল্পী ঘোষণা করা হয়। ১৯৯০-১৯৯৭ মেয়াদে তিনি একাই এ মর্যাদায় আসীন ছিলেন।

..
#FranciscoArcellanaPoems
.

This is a translation of the poem Prayer by Francisco Arcellana
Thursday, May 9, 2019
Topic(s) of this poem: prayer
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 09 May 2019

একবারের জন্য হলেও জ্ঞানীদের বোকা বানাও, প্রভু। এবং বোকাদের বলতে দাও তাদের অন্তরের কথা।.../// absolute translation

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success