তুমি আসবে বলে… Poem by MAHMUD HASSAN

তুমি আসবে বলে…

তুমি আসবে বলে গাছের পাতা
চিরদিন সজীব থাকেনি
ঝড়ে গেছে সময়ের অন্তরালে।

তুমি আসবে বলে নদীর স্রোত
কখনোই থেমে থাকেনি
বয়ে গেছে হয়ে নিঃসঙ্গ তালে তালে।

তুমি আসবে বলে রাতের ওই ট্রেনটা
স্টেশনে আর অপেক্ষা করেনি
রাতের আধারে চলে গেছে অবহেলে।

তুমি আসবে বলে থেমে থাকেনি
ঐ দেওয়ালে টাঙানো ঘড়ির কাঁটাটা
চলে গেছে বর্তমানকে অতীতের গর্ভে ফেলে।

তুমি আসবে বলে রাতটা থেমে থাকেনি
আঁধারের মায়াবী বাধন কাটিয়ে
ঝাঁপিয়ে পড়েছে গিয়ে সূর্যের কোলে।

তুমি আসবে বলে তাকিয়ে থাকিনি
আমি সেই সন্ধ্যাতারাটির দিকে
পুরো আকাশটাই ঢেকে গেছে মেঘের কবলে।

তুমি যদিও আসনি, কিন্তু
আমিও থেমে থাকিনি কোনভাবেই
সময়ের সাথে বয়ে গেছি অন্য কালে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
MAHMUD HASSAN

MAHMUD HASSAN

Murshidabad
Close
Error Success