তুমি আমার ঢেউ Poem by Reza Ghatok

Reza Ghatok

Reza Ghatok

Nirth Baniary, Nazirpur, Pirojpur, Bangladesh

তুমি আমার ঢেউ

বসুন্ধরার মতো ঝকঝকে কেবল তোমাকে চাই,
সমুদ্রে নিশানা হারানো কোন জাহাজের সারেং আমি
ভেসেছি মলয় কিংম্বা বঙ্গোপসাগরে...

দুর বন্দরে নিবুনিবু বাতির মতো ঝাপসা চারপাশ
তুমি কি আমার ঝড়? তুমি কি আমার কাঁটা কাম্পাস?
ওপারে যুদ্ধ আছে জানি, ওপারে দেয়ালে ঘেরা নিসর্গ রোম
রাজপ্রাসাদে বন্দি তুমি, কেমনে কাটছে ওগো তোমার দিন?
ভয় নাই, ভয় নাই হেলেন; আর কটা দিন পরে
অলিম্পাসে হবে আমার বাড়ি। মনে রেখো আমি তোমার ইউলিসিস ।।

কাঠের ঘোড়ার পালকিতে আজ তোমাকে চড়াবো
তুমি আমার ঢেউ, তুমি আমার আফ্রোদিতি, গ্রিস দেশের কেউ ।।

---
২৬ মে ২০১০
গাবতলা, মগবাজার, ঢাকা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Reza Ghatok

Reza Ghatok

Nirth Baniary, Nazirpur, Pirojpur, Bangladesh
Close
Error Success