মহাভারতের কালে কেমন ছিল সাধারন মানুষ Poem by Madhabi Banerjee

মহাভারতের কালে কেমন ছিল সাধারন মানুষ

আমি মহাভারতের কালের এক সাধারন মানুষ,
সাধারন মানুষের কথা, সাধারন মানুষের মনের ভাবনা চিন্তা চাহিদা স্বপ্ন
কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব তো লিপিবদ্ধ করেননি।
আপনারা ভীষ্মের প্রতিজ্ঞার কথা জানেন
জানেন অর্জুনের বীরত্বের কথা
জানেন যুধিষ্ঠিরের সত্যবাদীতার কথা
জানেন দ্রৌপদীর সতীত্বের কথা
আপনারা জানেন দূর্যোধনের দুরাচারের কথা ।,
জানেন রাজপ্রাসাদের গঠনশৈলীর বর্ননা,
জানেন প্রভূত গুন সম্পন্ন রাজপুত্রদের জুয়া খেলার কথা,
যারা তাদের স্ত্রীকে বাজি রেখে ছিল জুয়া খেলেছিল
আপনারা জানেন পান্ডব কৌরবদের যুদ্ধের কৌশল
আপনারা গান্ধারীর প্রতিহিংসার কারণ জানেন
জানের কৃষ্ণের মতো যোগ্য সারথীকে
সর্বোপরি আপনারা জানেন ধৃতরাষ্ট্রের সন্তানের প্রতি অন্ধ বাৎসল্যের কথা।
কিন্তু আপনারা জানেন না আমার মতো এক সাধারন মানুষের কথা
আমরা সাধারন মানুষেরা কেমন ছিলাম সে সময়ে,
আমার মনেও সন্তানের জন্য ছিল স্নেহ বাৎসল্য
আমি সন্তানদের কাছে আদর্শের উদাহরণ হিসাবে দেখাতে পারিনি রাজ পরিবারকে
যে অন্যায় যে ব্যভিচার যে কলহ যে অধর্মে নিমজ্জিত ছিল রাজ পরিবার,
রাজ পরিবারের অন্তর্দন্দের, কলহের কারণে সাধারনের জীবন হয়ে উঠেছিল অতিষ্ট
পরিবারের হিংসা প্রতিহিংসা যুদ্ধক্ষেত্রে উপনীত হয়েছিল অবশেষে
একটি দেশের পতন হয়ছিল। ওদের কলহের কারনে যে সাধারন যোদ্ধাটি প্রাণ দিয়েছিল
তার কথা ভাবেনি ।সাধারনের কথা, সাধারনের উন্নতির কথা ভাবেনি
ভাবেনি আমাদের উত্তরসূরীদের কাছে কোন আদর্শ স্থাপন করবো আমরাI

Wednesday, April 29, 2015
Topic(s) of this poem: lifestyle
COMMENTS OF THE POEM
Swapan Das 30 March 2018

কোন মহাকাব্যেই বোধহয় সাধ‍ারন মানুষের কথা বলা হয়নি।

0 0 Reply
Madhabi Banerjee 31 March 2018

সাধারনের কথা কেহই ভাবে না। আপনি পড়েছন । ধন্যবাদ।

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success