প্রতিটি জীবনেই ।। এলিসিয়া অস্ট্রিকার Poem by Rahman Henry

প্রতিটি জীবনেই ।। এলিসিয়া অস্ট্রিকার

Rating: 5.0

প্রতিটি জীবনেই ।। এলিসিয়া অস্ট্রিকার

.
প্রতিটি জীবনেই এমন একটা কি দুটো মুহূর্ত থাকে
যখন ব্যক্তির অস্তিত্ব লোপ পায়, নির্মম ক্ষতগুলো
দখলে নেয় সেই স্থান, এবং তারপর আবারও
অামরা পূর্ণ হয়ে উঠি অবারিত আসমানে
বা অগণন পাখিতে
কিংবা টেবিলে সাজানো সুমিষ্ট চায়ের কাপে
বৃদ্ধাটি বললো

টিউলিপ ফুল বললো, আমি জানি ঈশ্বরের আবির্ভাব নিয়ে
যা বুঝাতে চাইছো
তখন নির্মেঘ হয়ে উঠলো এপ্রিল-আসমান
হাজির হলো এক প্রজাপতি
কিন্তু ব্যক্তি-অস্তিত্বির বিলোপ বিষয়ে
না
এখনও সেই অভিজ্ঞতা আমার হয় নি

তুমি সেই পার্থক্যই তুলে ধরছো
বাস্তবে যার অস্তিত্ব নেই
‘অস্তিত্ব' আর ‘অস্তিত্বহীনতা' হলো
সমুদ্রে লবণের মত, আসমানে যেমন মেঘ
অগ্নিশিখায় যেমন অক্সিজেন
দার্শনিক কুকুরটা টেবিলের নিচে
নিজের অণ্ডকোষ চুলকাতে চুলকাতে বললো
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* এলিসিয়া অস্ট্রিকার (১১ নভেম্বর ১৯৩৭ -) : ইয়াহুদি বংশোদ্ভূত মার্কিন কবি। পুরোনাম: এলিসিয়া সাসকিন অস্ট্রিকার। জন্ম নিউ ইয়র্কের ব্রুকলিনে; সেখানেই বসবাস করেন। অস্ট্রিকারের কবিতা ইতালিয়ান, ফ্রেঞ্চ, জাপনিজ, চাইনিজ, আরবীসহ অন্তত ১০ভাষায় অনুদিত হয়েছে।
.
*
#AliciaOstrikerPoems
.

This is a translation of the poem In Every Life by Alicia Suskin Ostriker
Saturday, November 11, 2017
Topic(s) of this poem: philosophical ,philosophy
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success