360 Poem by Malay Roychoudhury

360

৩৬০
দেবারতিদি বিয়ে করলেন মণিন্দ্রদাকে ।
উত্তররৈবিক বাঙালির কবিতায়
সেই প্রথম ভাইবোনের বিয়ে

টেকো বিদ্বানরা বললেন
জানতুম জানতুম জানতুম
খোঁপা বিদুষীরা বললেন
এ মা, এবার কী হবে!

হা হা, কেউই জানত না, একটা সরলরেখা
একথেকে আরেক বিন্দুতে নয়
৩৬০ রকমের জায়গায় যায় ।

কাটা আঙুলের মালা গলায় আমি
আঙুলপ্রমাণ বলে যে-সুবিধায় রাক্ষসরা ভোগে
কনের আর বরের কবিতার হলুদ মেখে
চোখ মেরে ঘুচিয়ে দিলুম দিনরাতের ফারাক

ওহ হো, বলা হয়নি, সে-আপ্যায়ন দ্যাখে কে...

Thursday, January 30, 2020
Topic(s) of this poem: memoriam
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success