Khabor Poem by Malay Roychoudhury

Khabor

খবর
- - -
কেউ ভোরে মারা গেছে নাকি অবন্তিকা?
এত হন্তদন্ত সেই থেকে সারাক্ষণ
একে-তাকে ফোন করে চলেছিস তুই
ফিসফিসে শোকে যেন কতই হারালি
কোনো এক নিজস্ব আত্মীয়! প্রতিবার
দেখি, মৃত্যুর খবর পেয়ে কত দ্রুত
অন্যকে জানাবি তার প্রতিযোগীতায়
নিজেকে মাতাস । শুধু তুই একা নয় ।
মৃত্যু যাতে শ্রোতাকেই আক্রমণ করে
এরকম খেলা চলে সমাজকে জুড়ে-
চোদ্দপুরুষের গুষ্টি খুঁজে-পেতে যত
তাড়াতাড়ি পারা যায় চারিয়ে দেবার
চেষ্টা এই খবরের রোগ । মৃত্যুর কোপ
থেকে আপাতত রেহাই মিলেছে তোর
আর তোর মতো ভিতু ফোন-প্রাপকের ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success