আমার বক্ষ খোলে না কেন/Amar Bokhkho Khule Na Keno Poem by Rhymer Rhymer

আমার বক্ষ খোলে না কেন/Amar Bokhkho Khule Na Keno

Rating: 5.0

তোমার অন্তর চোখ খোলে না
কারণ তুমি সৃষ্টির মুল নীতিতে নও
সৃষ্টির মূলনীতিতে প্রতিটি বস্তু পরস্পরের সাথে সম্পৃক্ত
বাতাসের প্রান আছে
প্রান আছে পানির
অথচ আমি এগুলিকে নষ্ট করছি
এগুলি নেই তো আমিও নেই
চারিপাশের সবি এক্সুত্রে গাঁথা
অথচ সকলের সাথে আমার প্রেম নেই।

চাঁদর বিছিয়ে ঘুমিয়ে আছেন বড় পীর
তিনি কেও নন আল্লাহর রাসুল সঃ
তিনি ই তো বড় শিক্ষক বা পীর
তাঁর একপাশে জায়গাতে এক বিড়াল গিয়ে শুয়ে পড়লো
ঘুম ভেঙ্গে নামাজের জন্য উঠে পড়লেন
কিন্তু বেচারার বিড়ালকে জাগালেন না
প্রাণী প্রেমের নবী চাদরের বাকি অংশ কেটে নিলেন
অথচ আমরা হলে ধমক বা লাথি দিয়ে বলতাম তুই আমার কাছে ক্যান

নামাজ ফরজ আর মানব ধরমউ ফরজ
দুটোই ঠিক রাখতে হবে
মানব ধর্ম তথা প্রাণী প্রেম অন্তর কে নরম করে
এই মানব ধর্মহীন ধর্ম পালন অন্তর কথিন হওয়ার কারণ
প্রেমহীন ইবাদত মনুষত্বহীন ফলে হৃদয় করে কঠিন
আমাদের সমাজে মানব ধর্ম বিদায় তাই ইবাদত গুল প্রদর্শন মাত্র

কোরআন জোরে উচ্চ করে মাইকে পড়লে শোনা ওয়াজিব
মাঞ্ছে না কেও
যার হৃদয়ে আল্লাহর নাম সে কি আস্ফালন করে
প্রদর্শন ধর্ম নহে
যে রোজায় ঝগ্রা ঝাটি থামায় না
তা খাওয়ার প্রতিযোগিতা
রোজা সারা জীবন ঠিক হয়ে চলার শপথ
নাকি শুধু ঐ মাসের তথাকথিত পবিত্রতা! !
হৃদয় খোলে কিভাবে? ?

Wednesday, November 14, 2018
Topic(s) of this poem: cleaning
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 14 November 2018

beautifully written- এই মানব ধর্মহীন ধর্ম পালন অন্তর কথিন হওয়ার কারণ প্রেমহীন ইবাদত মনুষত্বহীন ফলে হৃদয় করে কঠিন /// nice

1 0 Reply
Rus Mer 15 November 2018

আগ্রহের সাথে পড়ার জন্য অনেক কৃতজ্ঞতা

0 0
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success