বড় এক মানুষ হও (Be The Greatest) Poem by Arun Maji

বড় এক মানুষ হও (Be The Greatest)

Rating: 5.0

বাঙালী হিসেবে,
বাঙালী সংস্কৃতি তোমাকে গভীর ভাবে বুঝতে হবে।
ভারতীয় হিসেবে,
ভারতীয় সংস্কৃতি তোমাকে গভীর ভাবে বুঝতে হবে।

কিন্তু সেই সঙ্গে
তোমাকে অন্যের সংস্কৃতিও বুঝতে হবে, শিখতে হবে, শ্রদ্ধা করতে হবে।
অন্যের সংস্কৃতি যখন তুমি ভালো করে বুঝবে,
তখন তোমার নিজের সংস্কৃতির জ্ঞানও, আরও বেশি পূর্ণতা পাবে।
মানুষ হিসেবে তখন তুমি, আরও বেশি দেবগুণ প্রাপ্ত হবে।
একেই বলে ক্রমঃ উত্তরণ।

দেহে বিবর্তন ঘটলেই কি, আমরা উঁচু জাতের মানুষ হয়ে গেলাম?
নাহঃ
বহুত্বকে (বিভিন্ন জাত, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বিশ্বাসের সমষ্টি হলো বহুত্ব)যত বেশি আমরা হৃদয়ে স্থান দেবো,
অন্যের দোষ অপরাধ সত্বেও, তাদেরকে আমরা যত বেশি ভালোবাসতে পারবো,
তত বেশি আমরা দেবগুণ প্রাপ্ত হয়ে, ঈশ্বর চরণে উত্তরিত হবো।

ঘৃণা হিংসা বিদ্বেষ পশুর গুণ। মানুষের নয়।
পরণে মানুষের চামড়া আছে বলেই কি, আমরা মানুষ হয়ে গেলাম?
নাহঃ। মানুষ হতে হলে, আমাকে ত্যাগ শিখতে হবে,
সহ্য শিখতে হবে, ক্ষমা শিখতে হবে, প্রেম শিখতে হবে।
অরুণ মাজীর মতো জঘন্য এক বাঁদর হলে,
তোমাদের তা চলবে কেন?

বড় এক মানুষ হও হে ভাই, বড় এক মানুষ হও।

© অরুণ মাজী
Painting: Daniel Gerhertz

বড় এক মানুষ হও (Be The Greatest)
Sunday, April 22, 2018
Topic(s) of this poem: bangla,greatness,human,kindness,love,tolerance
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success