ধন্যবাদজ্ঞাপন ।। ম্যাগি নেলসন (Bengali Version Of Thanksgiving- A Poem By Maggie Nelson) Poem by Rahman Henry

ধন্যবাদজ্ঞাপন ।। ম্যাগি নেলসন (Bengali Version Of Thanksgiving- A Poem By Maggie Nelson)

Rating: 5.0


সৌন্দর্য কি আমাদের রক্ষা করতে পারে? গতকাল
একটা নদীর দিকে তাকিয়েছিলাম আর চাঁদের
রূপার দিকে এবং পেয়ে গিয়েছিলাম জবাব;

আজ ঘুমিয়ে পড়েছিলাম ভামান্টে একটা শস্যগোলার
পেছনের ছায়ায়, জেগে উঠলাম
অন্ধকারে, মিহি বাঁশি বাজছে বাতাসের

আর বদলে গেল জবাবটা। শস্যগোলার ভেতরে
বালকেরা বাজাচ্ছে বংশীধ্বনি, তামার নল,
বৈদ্যুতিক টেপ আর বৈয়ামের

সমন্বয়ে। এখানে সকল শিশুর চোখ
ছিদ্রময় কটা, আর অঙ্গভঙ্গিতে রয়েছে সুনির্দিষ্ট
স্পষ্টতা। এমনকি ম্যাপল সিরাপও

মদিরা স্বাদের। নৈশভোজের পর
সুন্দরতম শিশুটিকে কোলে বসিয়েছি
আর পড়ে শোনাচ্ছি কড মাছের ইতিহাস সম্বলিত বই

আনমনা হয়ে ব্যাখ্যা করছি মাত্রাতিরিক্ত মৎস-আহরণ,
দাসব্যবসায়। লোকেরা শীধুপ্রিয়? চোখেমুখে অবিশ্বাস,
প্রশ্ন করছে সে। হ্যাঁ, আমি মাথা নাড়াই। মানুষ শীধুপ্রিয়।



* Original: Thanksgiving- A Poem by Maggie Nelson

** Bengalized by Rahman Henry

This is a translation of the poem Thanksgiving by Maggie Nelson
Wednesday, August 17, 2016
Topic(s) of this poem: beauty,eyes
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success