Bikyato Kobir Nameplate Poem by Malay Roychoudhury

Bikyato Kobir Nameplate

"বিখ্যাত কবির নেমপ্লেট"
একজন কবির বাড়ির বাইরে নেমপ্লেট দেখে
মনে পড়ে গেল স্নাতকোত্তর সহপাঠীদের মাঝরাতের পড়াশুনা
চকচকে কবির গ্র্যানিট পাথরে লেখা নাম
মনে পড়ে গেল খ্রিস্টানদের ফেলে-যাওয়া কবরের
চকচকে নামখোদাই গ্র্যানিট পাথরে শুইয়ে
গঙ্গার ওপার থেকে রোজগারের ধান্দায় আসা ফুলকো গৃহবধু
সস্তার বেশ্যাদের থেকে অনুপ্রেরণা পাওয়া
স্নাতকোত্তরে মাঝরাতের রেশারেশি পড়াশুনা
বেশ কয়েকজন আইএস আইপিএস হয়ে অবসর নিয়েছে
কবরের ওপরের চকচকে নামখোদাই গ্র্যানিট পাথরগুলো
থেকে গেছে এখনকার স্নাতকোত্তর ছাত্রদের
অনুপ্রেরণা যোগাতে

Thursday, January 30, 2020
Topic(s) of this poem: infidelity
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success