পরিবর্তন (Change) Poem by Dipankar Sadhukhan

পরিবর্তন (Change)

কিছু দিন আগে
দেখলাম তাকে।
পারলাম না বিশ্বাস করতে
নিজের চোখ দুটোকে।
পনেরো বছরে এতটা পরিবর্তন!
কিভাবে এটা সম্ভব?

চাঁদের মতো মুখমন্ডলে
টোল পড়া হাসি,
গোলাপি আভায় রাঙা
নরম দুটি ঠোঁট
এক সময় তোলপাড় করেছিল
কত হৃদয়কে।

মাত্র পনেরোটা বছর
কেড়ে নিয়েছে তার সব কিছু।
নেই সেই মন মাতানো হাসি।
নেই সেই জলপ্রপাতের মতো
ঢেউ খেলানো সুদীর্ঘ কেশ রাশি।
নেই সেই পাগল করা রুপ।

কত হৃদয় ঝলছে গেছে
তার রুপের জাদুতে।
কত জীবন ভেসে গেছে
মিথ্যা প্রেমের জোয়ারে।
কত প্রাণ বন্দী হয়েছে
রুপ ও ছলনার জালে।

আজ তার কিছু নেই; দেখলে করুণা হয়।
সে যে এক জীবন্ত কঙ্কাল।

©Dipankar Sadhukhan
Kolkata, India.
20th August,2016.

Friday, October 14, 2016
Topic(s) of this poem: change
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success