Chilekotha Poem by Golam Rashid

Golam Rashid

Golam Rashid

Murshidabad, West Bengal, India

Chilekotha

চিলেকোঠা
গোলাম রাশিদ

আমাদের বাড়িতে কখনও দুপর আসেনি
অথচ সমস্ত দুপুরবেলা
আমি হা-পিত্যেশ।
আমাদের বাড়িতে চিলেকোঠা ছিল না
দুপুররা চিলেকোঠা ভালবাসত।

দুপুররা খুব সন্তর্পণে এড়িয়ে গেছে
কখনও বলেনি যে,
তোমাদের চিলেকোঠা নেই।
বললে আমি ছাদের কথা বলতাম।
ছাদ থেকে দিগন্তবিস্তৃত দুপুর দেখা যায়
ছাদের দক্ষিণকোণে শিশু গাছের ছায়া পড়ে
সেখানে বসলেই শান্ত নদি হওয়া যায়।

দুপুররা কেউ নদি হল না।

তবুও আজকাল ঘুঘুর ডাক শুনলে
ব্যর্থ প্রেমের মতো মনে পড়ে
আমাদের কোনও চিলেকোঠা ছিল না।

Sunday, December 7, 2014
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Golam Rashid

Golam Rashid

Murshidabad, West Bengal, India
Close
Error Success