Untitled Poem By Hearta Muller (Bengali Version) : Poem by Rahman Henry

Untitled Poem By Hearta Muller (Bengali Version) :

* POEM by HERTA MULLER

** Bengali Translation (Bengalized by Rahman Henry)



হেয়ার্তা মুলার এর কবিতা

।। শিরোনামহীন ।।
........................

পাকিয়ে তুলছি বয়স, মটরশুটি, ধূসরবর্ণ
মায়া
সেলাই করছি মরনোম্মুখ একটি দিনের
ছায়া
বালিকাকে তারা নারীও নয়, মহিলা বানাতে
চায়
মুক্তাখসা বালুদানা যেন, সাগরে তলিয়ে
যায়

মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে কুলের মরাল
আমার পাশে কি নেবে বিশ্রাম ওরা ক্ষণকাল

হয়তো এবার এলো আমারও সে পালা।

ঘনকুয়াশার মধ্যে আমার এ ক্ষীণদৃষ্টি
কখনও ছোঁবে না যে স্থান
পদচিহ্ন রেখে যাবে শুধু চিতাবাঘ
এবং সহসামুক্ত ঠোঁট থেকে কাব্যানুরাগ
তুলবে মধুর ছন্দে পদ্য-ঐকতান

হয়তো এবার এলো আমারও সে পালা।

হিংস্র জন্তু জন্ম নেয় এ তথ্য প্রমাদ
তবু তারই জন্য গড়ছি নানাবিধ ফাঁদ

হয়তো এবার এলো আমারও সে পালা।

আমারও রয়েছে গল্প বলবার মত
আমিও বাজাবো ঘন্টাধ্বনি অবিরত

যখন তোমার মনে জন্মাবে বিশ্বাস
যখন তুমিও শুনবে এই দীর্ঘশ্বাস

হয়তো এবার এলো আমারও সে পালা।



২.

এই এতোগুলো দিন ভাবিনি তোমাকে

কিন্তু মাকড়সার এইসব ঝুল আমাকে ঘিরে ধরবার পর
ভাবতে শুরু করলাম কোথায় গেল
সেই সন্ধ্যাগুলো, যারা পায়চারি করছিলো
জাদুমুগ্ধতার প্রশস্ত লন জুড়ে
যেগুলোতে পরিকল্পনার কোনও অভাস ছিলো না, যদিও
একটা অর্থময়তা আনতে সেখানেই আনত হতাম আমরা

পাখিছানাদের পেটে কৃমি জন্মাচ্ছে
জমে হিম হয়ে যাওয়া রক্তের স্পন্দন গুণতে গুনতে
পুরনো ঘড়ির ক্লান্তিহীন টিক টিক ধ্বনির মধ্যে শুয়ে আছি আমি

আমাদের সবা্রই উদরে যে কৃমি থাকে
তার কলকল আওয়াজ শুনতে পেয়ে
হামাগুড়ি দিতে শুরু করেছি সেই গর্ভের দিকে
পেছনের পথে অনেকটা দূর যে আমাকে ছুঁড়ে ফেলেছিলো
আর খুঁজছি সেই অন্ধকার, সেই কৃষ্ণগহ্বর যা আমাকে চেটে চেটে খাবে

.......................


HERTA MULLER
POEMS
TRANSLATED INTO ENGLISH
BY
ROGER WOODHOUSE
........................

I grow time, beans, the colour
gray
And stitch the shadows of a
dying day
They make a woman, rather a
girl
Lost in the ocean like a grain of pearl

The swans of Coole fly over me
Will they rest for a while by me!

Maybe its my turn now.

Deep in the frost where my eyes
shall never go
The leopard will print his paw
And with a sudden leap break
free
All the chimes of poetry

Maybe its my turn now.

The rough beast was never born
Though we devised a cage for
his morn

Maybe its my turn now.

I have a tale to tell
I shall also ring the bell

When you start believing
When you start hearing

Maybe its my turn now.


2.

These days I don’t think of you

But after the soot covers me
I begin to wonder where those
Evenings have gone, those wanderings
In the spacious lawns of enchantment
That smacked of no design, though
We were bent on making a sense

The early birds get their worms
I lie in the tireless ticking of my old watch
Counting the bits of frozen blood,

Listening to the worms
That are in all of us
Then I begin to crawl towards the womb
That threw me off a long way back
And look for the dark, the black hole To suck me up.
___________

Untitled Poem By Hearta Muller (Bengali Version) :
Wednesday, September 2, 2015
Topic(s) of this poem: lifestyle
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success