Mir Munirul Islam Salim Poems

Hit Title Date Added

মুসলিম বিশ্বের নীলাকাশে জ্বলছিল, উজ্জ্বল এক নক্ষত্র
চিনতো তাঁকে সবে বিশ্বমন্ডলে, পরিচিত ছিল সর্বত্র।
সহসা এক রাক্ষসী ঝড় এসে, কোথা থেকে কি হয়ে গেলো
প্রজ্জ্বলিত সেই নক্ষত্র হঠাৎ, চিরতওে ছিট্কে পড়লো।
...

12.
সীমার!

সীমার! এতো বড় দুঃসাহস তোর, কি কওে হয়েছিলো
ইমাম হোসেনের পবিত্র গ্রীবায়, কিভাবে তোর খঞ্জর চলেছিলো
কি নিষ্ঠুর নির্মম বর্বর পিশাচ, হার্মাদ হাইওয়ান তুই সীমার
হস্তে ধৃত তীক্ষ্ম খঞ্জর তোর, কাঁপেনিকো ভুলেও একবার?
...

13.
গর্ভধারনী জননী আমার

মা! মাগো! গর্ভধারীনী জননী আমার
তব সাথে দেখা হবে নাকো কভু, এ ধরণীতে আর।
শিশুকালে কতনা দুগ্ধ করেছি পান, মাগো আমি যে তোমার
আদর সোহাগে স্নেহ মমতায় ঢেকে, রেখেছিলে কতনা করে আপনার।
...

14.
মানুষ বাঁচিবে কেমনে

ত্রাহি ত্রাহি আজ উঠেছে রব
মানুষ বাঁচিবে কেমনে
নিত্য প্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের
অগ্নি মূল্যের দাহনে।
...

15.

শোন নবী ইব্রাহীম
শোন আদেশ বাণী
কর কর কোরবাণী
নয়ণের মণি।।
...

মুর্হরমের দশ তারিখে, কি ঘটিলো ঘটনা
দু'চোখ ফেটে আসে অশ্র', প্রাণে যে আর সহেনা।।
কুফার পথে রওয়ানা হয়ে, পথ হারিয়ে কারবালায়
শাহাদাতের স্বাদ মেটাতে, কারবালা হয় ঠিকানা।।
...

17.
সেইতো মোদের জাতীয় কবি

মানুষের কবি, সাম্যের কবি, মানবতার কবি, বিদ্রোহী কবি নজরুল
স্বদেশ প্রেমিক দুরন্ত চঞ্চল নির্ভিক, জাতীয় কবি নজরুল।
ব্রিটিশ বিরোধী স্বদেশী লড়াইয়ে, দুঃসাহসী দুর্জয় এক সৈনিক
স্বাধীনতার এক আতœপ্রত্যয়ী অগ্নি শিখা, জ্বলে উঠেছিল দিগ্বিদিক।
...

18.
মিথ্যে সব হোক কুপোকাত

ঐ ধেয়ে আসে মহা প্রলয়ের, ভীম গর্জন জলোচ্ছ্বাস
মুসলিম খুনে টগবগে ঝড়, উদ্ধত পাপীর করিতে নাশ।
কোরআনের অপমান, হাদীসেরে করে ঘৃণা, কে সে পাপীষ্ঠ নাফরমান
সৃষ্টির মূল মুহাম্মদ (সঃ) এর আজ, কে করিস ওরে মিথ্যে বয়ান?
...

বিশ্ববাসী মুসলমান-
উঠোরে জেগে নিদ্রা ছেড়ে, বিশ্ববাসী মুসলমান
চেয়ে দেখো আজ দুর্যোগে ঘেরা, ফিলিস্তিন লেবানন।
টিভি বেতার আর কাগজের পাতায়, ভাসিয়া উঠিছে করুণ সুর
...

20.
জাগো মুসলমান জাগো

জাগো মুসলমান জাগো
বিশ্বা মুসলমান জাগো
নীরবতা আর অলসতা ঝেড়ে
জেগে ওঠো সব জাগো।
...

Close
Error Success