এখানে আকাশ নীল Poem by Koustav Ghosh

এখানে আকাশ নীল

এখানে জানলার ফাক দিয়ে গোটা আকাশ দেখা যায় না
এখানে একলা খাবারে পেট ভরে কিন্তু মন ভরে না
অন্ধকারে সয়ে থাকা চোখ আপনি আলো খুঁজে পাই
কানের কাছে শুনতে পাই যেন অনর্গল মাত্রিভাষা
গভীর রাতে ব্রিষ্টির ছাটে ঘুম ভাংে না
মাথার উপর হাত রেখে কেও বলে না 'ভালো থাকিস'
ব্রিষ্টি ভেংে কান্না লুকানো সহজ হয়ে ওঠে,
এখানে সুখের ঘরে নিত্য আনাগোনা,
তবু দুহাত দিয়ে আকড়ে ধরা স্বপ্ন -চোরাবালি হয়ে ফস্কে যেতে থাকে
কেউ থাকে নিশ্চুপ, কেউবা প্রতিবাদে মুখর, কারো বা দমবন্ধ কান্না
পরে থাকে শুধু শুন্যতা, কানফাটা এক নিস্তবতার আওয়াজ,
জুলজুলে দুটো চোখ জ্বলজ্বলে হয়ে ওঠে-দেখে, আজও এখানে আকাশ নীল.

Tuesday, September 8, 2015
Topic(s) of this poem: self reflection
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success