ধরনীর ধ্বংসস্তুপে তোমার কমলাবরণ চুল ।। পল এলুয়ার Poem by Rahman Henry

ধরনীর ধ্বংসস্তুপে তোমার কমলাবরণ চুল ।। পল এলুয়ার

ধরনীর ধ্বংসস্তুপে তোমার কমলাবরণ চুল ।। পল এলুয়ার

.

ধরনীর ধ্বংসস্তুপে তোমার কমলাবরণ চুল
বিপুল জানালাগুলোর সার্সিতে পড়া নীরবতার
ছায়ায়, যেখানে আমার শূন্য হাত খুঁজছে তোমারই কায়া।

তোমার হৃৎপিণ্ডের আকার কাল্পনিক
আর তোমার প্রেম আমারই হৃতবাসনা;
হে জ্বলন্ত কয়লার, স্বপ্নসমূহের, অস্থির দৃষ্টির দীর্ঘশ্বাস।

অথচ তুমি সর্বদাই থাকোনি এখানে। আমার স্মৃতি
এখনও তোমার আসা-যাওয়ার দৃশ্যে আড়াল হয়ে
আছে। সময় যেন আগ্রাসী প্রেম, গিলে নিচ্ছে সমুদয় বাণী

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* পল এলুয়ার (১৪ ডিসেম্বর ১৮৯৫ - ১৮ নভেম্বর ১৯৫২) : ফরাসি কবি। পরাবাস্তবাদী আন্দোলনের অন্যতম প্রবক্তা।
.
* #PaulÉluardPoems
.

COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success