বিরহের গন্ধে গঙ্গা বয়ে চলে আনমনে Poem by Suman Pal

বিরহের গন্ধে গঙ্গা বয়ে চলে আনমনে

কি বা কোন দেশে
বিভেদের ক্লান্তি আসে দুর্বিসহ
আমিত্বের আমি দুজন-
নিদ্রাহীন ক্ষীণ পলাশের বন
মেখে পত্রহীন শুষ্ক বাতাস
সৌরভিত শিউলি সিক্ত প্রকাশ
তান্দ্রালু নিঃশ্বাসে
দীনতার উদ্দাম অভিশাপ-

চোখে তার গ্রহণের আঁধার
তবু সে নক্ষত্র - সৃষ্টির আবেশে
ফেলে গেছে - নয়তো ছুঁয়ে গেছে
একটা কি দুটো-
হয়তো স্বপ্ন
নয়তো প্রশ্বাসে প্রশান্তি
দু একটা প্রাণের বেসুরো বাঁশি
তথাপি রাত্রিহীন স্পন্দনে
দুটি নক্ষত্র ঝরে ক্রমশঃ-
তবুও পৃথিবী বেঁচে যায়
কোনোদিন ক্রমে-
মরে না - প্রাণহীন সে
গ্রহনলগ্নে জন্ম তার ক্রোড়ে-

মিলনের ভাগীরথী
বিষ্মিত চোখ - অদৃশ্য আঁখি
একুল দুকুল - সৃষ্টির বকুল
বিরহের গন্ধে গঙ্গা বয়ে চলে
আনমনে-

Sunday, October 14, 2018
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success