প্রণয়-চিকিৎসা ।।আনন্দ কৃষ্ণান Poem by Rahman Henry

প্রণয়-চিকিৎসা ।।আনন্দ কৃষ্ণান

Rating: 5.0

.

✔️
.
একটুকরোফালি-চাঁদের ধূর্ত হাসির নিচে
বালুর ভেতর লুকিয়ে থাকা গ্রীষ্মের ঝিলিকে
পার হচ্ছি হাজারখানেক বালুর ঢিবি একা
তোমার হাতে রচিত, এক প্রশান্তির খোঁজে।
প্রিয়তমা, কোথায় তুমি? ডাক পারছি
হতভাগ্য, আশাহৃত হৃদয়খানি খুলে
আয়েসরত দুর্ভাগ্য বেহায়া চোখ ঠারে
দুর্ভোগে ও সংক্ষিপ্ত চটুল অহংকারে।
এবং অতঃপরে, সবিস্তার তোমার উপস্থিতি
আর আমি তো তোমার ভিতর পাচ্ছি নিজের দেখা
অনুভবে জানবো-বুঝবো তোমার সকল রীতি
এবং তোমায় বাসবো ভালো হৃদমহলে একা।
তোমার প্রণয়-দাওয়ায় আমার অন্ধ দু'চোখজুড়ে
বিগলিত আলোক, স্থিতি, আপন অন্তঃপুরে।
.
✔️
.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry

This is a translation of the poem Healing Love by Ananda Krishnan
Sunday, February 24, 2019
Topic(s) of this poem: love,valentines day
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 24 February 2019

সুন্দর অনুবাদ - তোমায় বাসবো ভালো হৃদমহলে একা। তোমার প্রণয়-দাওয়ায় আমার অন্ধ দু'চোখজুড়ে বিগলিত আলোক, স্থিতি, আপন অন্তঃপুরে।

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success