নারী-রাষ্ট্রপতি হতে চাই ।। লিজা ছুদ Poem by Rahman Henry

নারী-রাষ্ট্রপতি হতে চাই ।। লিজা ছুদ

Rating: 5.0

নারী-রাষ্ট্রপতি হতে চাই ।। লিজা ছুদ

.

নারী-রাষ্ট্রপতি হতে চাই।
প্রত্যেককে বিনামূল্যে ফ্ল্যাট দেবো।
পেট্রোলের দাম হবে এক পয়সা।
অন্তত, আবুধাবীতে ওরা সেটাই করেছে।

অফশোর ব্যাংক থেকে মূলধন প্রত্যাহার করবো।
কারখানাগুলো ফিরিয়ে দেবো জনতাকে।
উৎসবগুোক আরও বেশি প্রগতিশীল করে তুলবো।
আর এর সবকিছুই করবো রক্তপাতহীন পদ্ধতিতে।

রাশায় আবারও বিনামূল্যে ওষুধ পাওয়া যাবে।
আর আমাদের শিক্ষাও হবে বিনামূল্যের।
ভালো কথা, তুর্কেমিনেস্তানে যে সব জনতা বাস করে—
সেখানে সবারই সবকিছু রয়েছে, যথেষ্ঠর চে'ও বেশি আছে।

এবং ধর্মীয় সম্প্রদায়গুলোর জন্য, ওখানকার মতই, সেবা হবে বিনামূল্যে।
আর ভালো সামাজিক কর্মসূচি হিসেবে— তা হবে খুবই উন্নত মানের,
কেননা অনেক ধনাঢ্য আর বিপুল-বিস্তৃত আমাদের দেশ,
বার্ষিক যে ব্যয় হবে আমাদের— সেই অর্থ আসমান তেকে ঝরবে!

নারী-রাষ্ট্রপতি হতে চাই।
কেননা, এ ব্যাপারে নারীই উপযুক্ত।
আর তারপর আমার দেশ আলোকোজ্জ্বল হবে
এবং পৃথিবীর বুকে হয়ে উঠবে ঈর্ষণীয়!

কেননা, সমুদয় চাষাবাদ যিনি ঘটাচ্ছেন, তিনিও এক নারী।
আর মেরিন লি পেন নিশ্চয় বন্ধু হবে আমার।
কেননা, নারীর দুর্বলতাই তার প্রকৃত শক্তিমত্তা।
চা ও পাটিসাপটা দিয়ে তোমাকে আপ্যায়ন করবো!
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* লিজা ছুদ (১৯৭৯ -) : রাশান কবি ও অনুবাদক। সেইন্ট- পিটসবুর্গে বসবাস করেন। রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত।
.
*
#LizaSudPoems
.

This is a translation of the poem I Want To Become A Woman-President by Liza Sud
Monday, November 6, 2017
Topic(s) of this poem: irony,political
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success