ন্যায় Poem by Abdul Wahab

ন্যায়

চরম ন্যায় রাখা আছে দিগন্তে
আর পরমদিগন্ত রাখা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্তিম শেষে
আর এইঅন্তেই বুঝা যাবে কে ভালো, কে মন্দ?
কোন বস্তুর কখন,কী ছিল উপযোগিতা?
তার আগে নেই কোন দুঃখ বা আপসোস
আজকের আনন্দ হতে পারে কালকের দুঃখেরউৎস
আজকের উৎস হতে পারে কালকের ধবংসের কারণ
কারণ ছিল, কারণ আছে, কারণ থাকবে
বিনা কারনে হয় কি কিছু, হয় কোন কার্য ?
তবু বোঝা যায় না রহস্যের মাগুঢ় রহস্য
কি কারনে একই কর্মে কারো হয় উত্থান, কারো হয় পতন
তবে পতন ছিল, পতন থাকবে
কেননা উত্থান এক ব্যতিক্রম মাত্র
তবে মন্দের মধ্যে ভালো খবর পতনের কোন স্থায়ী ঠিকানা নেই
নেই কোন চিরস্থায়ী ব্যবস্থা, তারও অবস্থা সকল বস্তুর মতো চলমান
চলমান নদীতে ঢেউও স্থির নয়
যা স্থির তাই ন্যায়, আর যা ন্যায় তাই স্থিতিশীল
আর স্থিতিশীলতা আসবে একদম অন্তিম লগ্নে, সর্বশান্তঅন্তে ।

Thursday, March 15, 2018
Topic(s) of this poem: justice
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success